ঢাকাWednesday , 2 July 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

ঋতুপর্ণার সামনে সম্ভাবনার বিশাল জগৎ খোলা: পিটার বাটলার

BDKL DESK
July 2, 2025 8:19 pm
Link Copied!

ক্রীড়াঙ্গনে এখন আলোচনার শীর্ষে মিয়ানমারের বিপক্ষে ঋতুপর্ণার গোল দুটি। অসাধারণ গোল করেছেন লাল-সবুজ জার্সিধারী এই লেফট উইঙ্গার। ম্যাচের পর বাংলাদেশ কোচ পিটার বাটলার ছিলেন ঋতুপর্ণার প্রশংসায় পঞ্চমুখ। কোচ ঋতুকে আরো উন্নত দেশের উন্নত লিগে খেলা উচিত বলে মনে করেন।

পিটার বাটলার বলেছেন, ‘আমি মনে করি, এই মেয়ের (ঋতুপর্ণা) আরও উচ্চমানের লিগে খেলার সামর্থ্য আছে। দুর্ভাগ্যজনক যে বাংলাদেশে নিয়মিত লিগ হয় না। সেজন্য ভুটানে লিগে গিয়ে খেলতে হয়েছে তাকে। তবে তার সৌদি আরব, মধ্যপ্রাচ্য কিংবা অন্য কোথাও ভালো মানের লিগে খেলা উচিত। সে চতুর ও সাহসী। আমি বলবো, কঠিন এক মেয়ে। এখনো তরুণ। তার সামনে সম্ভাবনার বিশাল এক জগত খোলা আছে। আমি চাই সে সামনে এগিয়ে যাক, আরও বড় পর্যায়ে খেলুক। কারণ সে এটারই যোগ্য।’

ম্যাচ সম্পর্কে পিটার বলেছেন, ‘আমাদের একটি পরিকল্পনা ছিল এবং সেজন্য নিঁখুতভাবে প্রস্তুতি নিয়েছি। জানতাম যে, ম্যাচটি দেখতে সুন্দর লাগবে না। তবে ওদের বিপক্ষে ম্যাচ খেলতে আমরা যেভাবে প্রস্তুতি নিয়েছিলাম, মিয়ানমার তাদের পাসিং ফুটবলটা সেভাবে মেলে ধরতে পারেনি। তাদের টেকনিক্যালি ভালো খেলোয়াড় থাকলেও কেবল এক-দু’বার আমাদের সমস্যায় ফেলতে পেরেছে। সত্যি বলতে আমার খেলোয়াড়দের পুরো কৃতিত্ব দিতে হবে। রক্ষণে তারা বেশ ভালোভাবে সামাল দিয়েছে এবং খেলার সবচেয়ে কঠিন ও পরিশ্রমী কাজটি করেছে। তারা খুবই ভালো খেলেছে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।