ঢাকাThursday , 11 July 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

উরুগুয়ের কোচ বদলি ফুটবলারদের উপর হারের দোষ চাপালেন

Sahab Uddin
July 11, 2024 6:52 pm
Link Copied!

কোপা আমেরিকার অন্যতম হট ফেবারিট ধরা হয়েছিল উরুগুয়েকে। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে টাইব্রেকারে হারিয়ে সেমিতে উঠেছিল তারা। কিন্তু এখানে আর পেরে উঠেনি। কলম্বিয়ার বিপক্ষে ১-০ ব্যবহারে হেরে বিদায় নিতে হয় তাদের।

দলে দারুণ সবফুটবলার থাকলেও এই ম্যাচে প্রথম একাদশের অনেককেই পাননি কোচ বিয়েলসা। আর অনেকের বদলি হিসেবে তারা মাঠে নামলেও নামের প্রতি সুবিচার করতে পারেননি। আর এতেই ম্যাচটা ফসকে গেছে বলে মনে করেন কোচদের কোচ হিসেবে খ্যাত বিয়েলসা।

“আমরা ম্যাচটা জয়ের পথেই ছিলাম। আমি এমন একটি দলকে কোচিং করাই যারা ব্যক্তিগত দিক দিয়ে প্রতিপক্ষের থেকে বেশি শক্তিশালী। যখন আপনি হারবেন তখন যেকোন কিছুকেই অজুহাত হিসেবে দাঁড় করানো যায়। কিন্তু একটা সময়ে নাহিতান নানদেজ, রোনাল্ড আরাউহো, ম্যাতিয়াস অলিভিয়েরা, ম্যাতিয়াস ভিনা, রড্রিগো বেন্তানখুর এর বদলি হিসেবে যারা মাঠে নেমেছিল তারা তাদের আসলে খেলাটা খেলতে পারেনি।”

বহিষ্কার হওয়ার কারণে নানদেজ, ইনজুরির কারণে আরাউহো এই ম্যাচ থেকে আগেই ছিটকে গিয়েছিলেন। অলিভিয়েরা ও ভিনা অতিরিক্ত ম্যাচ খেলার ঝুঁকি এড়াতে হয়েছে এবং বেন্তানখুর মাঠেই ইনজুরি পেয়ে উঠে যায়।

কলম্বিয়ার বিপক্ষে নিজেদের ছন্দময়ী খেলাটা খেলতে পারেনি উরুগুয়ে। আর এজন্য কলম্বিয়ার ফুটবলার আগ্রাসী মনোভাবের খেলাকেই দায়ী করছেন তিনি। “দ্বিতীয়ার্ধে একজন মানুষ বেশি নিয়ে ম্যাচটি পুরোটা অস্বাভাবিক ছিল কারণ বারবার রেফারি বাঁশি বাজিয়ে খেলা থামাচ্ছিলেন। যদিও সবকিছু নিয়মের মধ্যে থেকেই হয়েছে কিন্তু খেলায় ধারাবাহিকতা রক্ষা করাটা অসম্ভব ছিল। আমরা সবরকম চেষ্টাই করেছিলাম।”
ম্যাচের পর কলম্বিয়ার সমর্থক ও উরুগুয়ের ফুটবলারদের ভেতর হাতাহাতি হয়। কোচ সে বিষয়ে বলেন, “আমার মনে হয়েছে ঝামেলাটা মাঠের ভেতর হচ্ছে। তারপর মনে হলো সব ঠিক হয়ে যাচ্ছে তাই আমি লকার রুমে চলে গেলাম। আমার মনে হয়েছে ফুটবলাররা মাঠের এক কোণে দাঁড়িয়ে দর্শকদের ধন্যবাদ দিচ্ছে কিন্তু পরে জানতে পারলাম দর্শকদের সঙ্গে মারামারি হয়েছে। দুঃখজনক ব্যাপার এটি।”

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।