ঢাকাFriday , 24 January 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

উড়তে থাকা মোহামেডান ও রহমতগঞ্জের হার, জিতেছে বসুন্ধরা

BDKL DESK
January 24, 2025 10:21 pm
Link Copied!

প্রিমিয়ার লিগে মৌসুমে প্রথম হারের স্বাদ পেলো মোহামেডান। টানা আট ম্যাচ জয়ের পর ফকিরেরপুল ইয়ংমেন্সের বিপক্ষে ১-০ গোলে হারল আলফাজ আহমেদ শীষ্যরা। হেরে গেছে উড়তে থাকা রহমতগঞ্জও। পুলিশ এফসির জয় ২-১ গোলে। তবে বড় ব্যবধানে জিতেছে বসুন্ধরা কিংস। ওয়ান্ডারার্সকে হারিয়েছে ৫-০ গোলে।
১৯৯০-এর স্মৃতি ফিরে এলো মোহামেডান-ফকিরেরপুল ইয়ংমেন্স ম্যাচে। সেবার টানা ৭৬ ম্যাচ আনবিটেন থাকা মোহামেডানকে থামিয়েছিল ইয়ংমেন্স। আর এবার লিগে টানা আট ম্যাচ পূর্ণ পয়েন্ট পাওয়া সাদাকালোরা থামল একই প্রতিপক্ষের কাছে। ৯০’র সেই ম্যাচের ফুটবলার ইমতিয়াজ আহমেদ নকিব, ছাইদ হাছান কাননরা এবার কর্মকর্তা আর কোচ হয়ে সাক্ষী হয়েছেন মোহামেডানের ইয়ংমেন্স ট্র্যাজেডির।

যে ভেন্যুতে এবার বসুন্ধরা কিংস, আবাহনীর মতো দলকে হারিয়েছে সাদাকালোরা, সে কুমিল্লাতেই স্কোয়াড আর পারফরম্যান্স বিচারে লিগের প্রথম লেগটা শতভাগ জয়ের সম্ভাবনায় ইয়ংমেন্সের বিপক্ষে নেমেছিল স্বাগতিক মোহামেডান। অথচ গোলশূন্য প্রথমার্ধ।

ম্যাচের ৬৬ মিনিটে উজবেক মিডফিল্ডার সারদর জাকমনভের গোলটাই লিগে তৃতীয় জয় নিশ্চিত করেছে ফকিরেরপুলের। বাকি সময় সুলেমান দিয়াবাতে, এমানুয়েল সানডেরা পারেননি সাদাকালোদের অন্তত এক পয়েন্ট নিশ্চিত করতে।

হারলেও টেবিলের শীর্ষে থেকে প্রথম লেগ শেষ করছে সাদাকালোরা। দুইয়ে থাকা নিশ্চিত তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর। যদি শনিবার ব্রাদার্সের বিপক্ষে আকাশী নীলরা পূর্ণ পয়েন্ট পায়, তবে মোহামেডানের সঙ্গে তাদের পয়েন্ট পার্থক্য হবে দুই, জমজমাট দ্বিতীয় লেগের হাতছানি।

গাজীপুরে প্রত্যাশিত গোল উৎসব করেছে বসুন্ধরা কিংস। প্রথমার্ধে জোনাথন ফের্নান্দেস, সোহেল রানা ও তপু বর্মন স্কোরলাইন ৩-০ করেন। আর দ্বিতীয়ার্ধে বড় জয়ে ভূমিকার রাখেন রাকিব হোসেন ও মিগেল ফিগেইরা। ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে ৫-০ ব্যবধানে ম্যাচ শেষ করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।