ঢাকাSunday , 14 July 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

উইম্বলডনের মুকুট আলকারাজের

Sahab Uddin
July 14, 2024 10:41 pm
Link Copied!

টেনিস বিশ্বের অনন্য উচ্চতায় পৌঁছানো হলো না নোভাক জোকোভিচের। সার্বিয়ান তারকাকে হারিয়ে টানা দ্বিতীয় বারের মতো উইম্বলডনের মুকুট দখলে নিলেন কার্লোস আলকারাজ।

সেন্টার কোর্টে রোববার (১৪ জুলাই) পুরুষ এককের ফাইনালে পাত্তাই পাননি জোকোভিচ। ২১ বছরের স্প্যানিশ তরুণের কাছে হেরেছেন সরাসরি সেটে (৬-২, ৬-২, ৭-৬)।

ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে ছিলেন জোকোভিচ। তবে মার্গারেট কোর্টকে ছাড়িয়ে টেনিস বিশ্বের সর্বোচ্চ গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ডটি গড়া হলো না জোকোভিচের। যদিও পুরুষ বিভাগে তিনি সেরা। তবে নারী-পুরুষ উভয় বিভাগ মিলিয়ে অজি কিংবদন্তি মার্গারেটের পাশেই অবস্থান করছেন তিনি। দুজনেরই আছে সমান ২৪টি গ্র্যান্ডস্লাম।

জোকোভিচ শুধু ইতিহাস গড়া থেকেই নয়, ব্যর্থ হয়েছেন প্রতিশোধ নিতেও। গত আসরেও তাকে হারিয়ে শিরোপা দখলে নিয়েছিল আলকারাজ। ২০২৩ সালের ফাইনালে অবশ্য লড়াইটা ছিল হাড্ডাহাড্ডি। ম্যাচের ফল এসেছিল পঞ্চম ও শেষ সেটে। কিন্তু এবারের ফাইনালে ২১ বছরের আলকারাজের কাছে পাত্তাই পেলেন না ৩৭ বছরের জোকোভিচ।

সাত উইম্বলডন জেতা সার্বিয়ান তারকার সামনে সুযোগ ছিল আসরটির সর্বোচ্চ আট শিরোপা জেতা রজার ফেদেরার রেকর্ড স্পর্শ করার। অন্যদিকে আলকারাজের লক্ষ্য ছিল টানা দ্বিতীয় উইম্বলডন শিরোপা দখলে নেয়ার। আর সব মিলিয়ে চতুর্থ গ্র্যান্ডস্লাম। এদিন শুরু থেকেই দাপট দেখান স্প্যানিশ তরুণ। অন্যদিকে শুরু থেকেই নড়বড়ে জোকোভিচ। ৪১ মিনিটের লড়াইয়ে প্রথম সেটে ৬-২ ব্যবধানে জয় তুলে নেন আলকারাজ। একই ব্যবধানে দ্বিতীয় সেটে জয় তুলে নিতে আলকারাজের সময় লাগে ৩৪ মিনিট।

টানা দুই সেট হেরে ফেরার বার্তা দিয়েছিলেন জোকোভিচ। কিন্তু শেষ পর্যন্ত সুযোগ মেলেনি। ৭২ মিনিটের লড়াই শেষে টাইব্রেকারে জিতে নেন আলকারাজ। সেটের ফলাফল ৭(৭)-৬(৪)। সরাসরি সেটে হারের লজ্জায় ডোবেন টেনিস বিশ্বের নক্ষত্র।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।