গল টেস্টে দারুণ ব্যাটিং করেছে বাংলাদেশ। ব্যাটারদের কল্যাণে দাপুটে ড্র করে টাইগাররা। তবে কলম্বো টেস্টের প্রথম দিন সেই ব্যাটাররাই করলেন হতাশ। ৮ উইকেটে ২২০ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে সফরকারীরা, নেই কোনো ফিফটি।
দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন সাদমান ইসলাম। দিন শেষে দলের প্রতিনিধি হয়ে তিনিই সংবাদ সম্মেলনে আসেন। সাদমানের মতে, গলের সঙ্গে কলম্বোর উইকেটে কিছুটা পার্থক্য আছে। তাই ঘুরে দাঁড়ানোর আশায় আছেন তারা।
সাদমান বলেন, ‘উইকেট কিছুটা স্লো। আমরা হয়তো ভালোই যাচ্ছি। ইনশাল্লাহ আশা করছি ভালো বল করলে কামব্যাক করতে পারব। উইকেট ভালোই ছিল। মুভমেন্ট তেমন ছিল না। আমরাই উইকেট ছুঁড়ে দিয়ে এসেছি। ইনশাল্লাহ দ্বিতীয় ইনিংসে ভালো করতে পারব আমরা।’
সাদমান বললেন, ব্যাটাররা উইকেট ছুড়ে দিয়ে এসেছেন। কেন?বাঁহাতি এই ওপেনারের জবাব, ‘কেউ তো আর ইচ্ছা করে আউট হতে চায় না। হয়তো আমরা ব্যাটাররা সবাই সেট হয়ে আউট হয়েছি, হয়তো এটা আমাদের খারাপ দিন ছিল। ইনশাআল্লাহ আমরা দ্বিতীয় ইনিংসে ভালোভাবে কামব্যাক করব।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।