ঢাকাSunday , 2 March 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

ইরান গেল নারী কাবাডি দল

BDKL DESK
March 2, 2025 9:21 pm
Link Copied!

ইরানের পারদিস শহরে আগামীকাল সোমবার শুরু হচ্ছে এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপ। এ প্রতিযোগিতায় অংশ নেবে বাংলাদেশও। ৬ দিন ব্যাপী এশিয়ার মেয়েদের বড় এই প্রতিযোগিতায় অংশ নিতে ১৪ সদস্যের দল দুইভাগে বিভক্ত হয়ে ইরান গেছে।

দলের কোচ কাম ম্যানেজারের দায়িত্ব পালন করবেন সুবিমল চন্দ্র দাস। সহকারী কোচ হিসেবে থাকছেন শাহনাজ পারভীন মালেকা। বাংলাদেশের অধিনায়ক শ্রাবণী মল্লিক। শ্রাবণী মল্লিক, বৃষ্টি বিশ্বাস, (রুপালী সিনিয়র), স্মৃতি আক্তার, রেখা আক্তারী, মেবি চাকমা, রুপালী আক্তার, লাকী আক্তার, আঞ্জুয়ারা রাত্রি, তাহরিম, সুচরিতা চাকমা ও খাদিজা খাতুনকে নিয়ে গড়া হয়েছে বাংলাদেশ দল।

এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য নারী জাতীয় দলের অনুশীলন শুরু হয়েছিল গেল ১০ জানুয়ারি। ধানমন্ডির মহিলা ক্রীড়া কমপ্লেক্সের আবাসিক ক্যাম্পে অনুশীলন করে তারা এশিয়ান চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুতি নিয়েছেন।

এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপের এটি ৬ষ্ঠ আসর। ২০০৫ সালে অভিষেক আসরে ব্রোঞ্জপদক জিতেছিল বাংলাদেশ। ইরানে আয়োজিত ৬ষ্ঠ আসরে পদকের প্রত্যাশা করছে বাংলাদেশ।
দলের সহকারী কোচ শাহনাজ পারভীন মালেকা বলেন, ‘যদি বলি আমাদের লক্ষ্য স্বর্ণ কিংবা রৌপ্য সেটা বাস্তব সম্মত হবে না। ভারত এবং ইরান আমাদের চেয়ে এগিয়ে আছে। এ বাস্তবতা মানতে হবে আমাদের। আমি বিশ্বাস করি, ব্রোঞ্জ জয়ের ক্ষমতা বর্তমান দলটির রয়েছে। সে লক্ষ্যই থাকবে আমাদের।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।