ঢাকাWednesday , 19 February 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

ইয়ং ও লাথামের জোড়া সেঞ্চুরিতে রানের পাহাড় নিউজিল্যান্ডের

BDKL DESK
February 19, 2025 9:37 pm
Link Copied!

চ্যাম্পিয়নস লিগের অষ্টম আসরের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে উইল ইয়ং ও টম লাথামের দুর্দান্ত সেঞ্চুরিতে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে নিউজিল্যান্ড। করাচিতে অনুষ্ঠিত ম্যাচে ব্ল্যাকক্যাপসরা ৩২০ রানের বিশাল স্কোর গড়ে। চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে পঞ্চমবারের মতো এক ইনিংসে দুটি সেঞ্চরির নজির এটি।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। ইনিংসের শুরুতেই ওপেনার ডেভন কনওয়ে (১০) ও অধিনায়ক কেইন উইলিয়ামসন (১) দ্রুত সাজঘরে ফিরলে চাপের মুখে পড়ে নিউজিল্যান্ড।

তবে উইল ইয়ং ও টম লাথাম ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়ে তোলেন। ইয়ং ১১৩ বলে ১০৭ রান করেন, যেখানে ছিল ৮টি চার ও ৩টি ছক্কা। অন্যদিকে, লাথাম ৯৫ বলে ১১৮ রানে অপরাজিত থাকেন, তার ইনিংসে ছিল ৯টি চার ও ২টি ছক্কা। শেষ দিকে গ্ল্যান ফিলিপস ৩৯ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস খেলেন, যা নিউজিল্যান্ডকে শক্ত অবস্থানে পৌঁছে দেয়।

শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩২০ রানের বিশাল সংগ্রহ গড়ে নিউজিল্যান্ড। পাকিস্তানের হয়ে নাসিম শাহ ও হারিস রউফ ২টি করে উইকেট নেন, আর আবরার আহমেদ নেন ১ উইকেট।

৩২১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান কীভাবে জবাব দেবে, সেটাই এখন দেখার বিষয়।
পাকিস্তানের একাদশ
ফখর জামান, বাবর আজম, সূদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আঘা, তাইয়িব তাহির, খুলদীল শাহ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ, আবরার আহমেদ।

নিউজিল্যান্ডের একাদশ
ডেভন কনওয়ে, উইল ইয়ং, কেন উইলিয়ামসন, ড্যারেল মিশেল, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিশেল স্যান্টনার, নাথান স্মিথ, ম্যাট হেনরি, উইলিয়ামস ওরোরকি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।