সম্প্রতি চিটাগং কিংসের ক্রিকেটার পারভেজ হোসেন ইমনকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন দলটির মালিক সামির কাদের চৌধুরী। এক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমি ইমনকে পেমেন্ট করিনি। এটা করিনি ব্যক্তিগত কিছু কারণে। আমার টাকা তো গাছে ধরে না, আমার সন্তুষ্টির দরকার আছে। সন্তুষ্ট হলে টাকা দিয়ে দেব, বকেয়া রাখব না।
তার এই মন্তব্য ক্রীড়াঙ্গনে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। ক্রিকেটারদের প্রতি এমন দৃষ্টিভঙ্গি ও অসংবেদনশীল মন্তব্য নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। শেষ পর্যন্ত, দেরিতে হলেও নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন সামির কাদের চৌধুরী।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। বিপিএলের নানা অনিয়ম প্রসঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, আজকে সেই ফ্র্যাঞ্চাইজি মালিকের সঙ্গে আমাদের কথা হয়েছে। তাকে পরিষ্কারভাবে জানিয়েছি, এই কথায় আমরা খুবই অসন্তুষ্ট হয়েছি। এভাবে বলার কোনো রাস্তা নেই। সেই ক্রিকেটার জাতীয় দলের হোক কিংবা না হোক, আমরা এ ধরনের আচরণ গ্রহণ করব না। তিনি স্বীকার করেছেন যে তার এই ব্যবহার ঠিক ছিল না এবং ক্ষমা চেয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীবও। তিনি বলেন, এটা খুবই হতাশাজনক। কথাটা সম্ভবত চিটাগং কিংসের মালিক বলেছেন। আমি তার সঙ্গে আজ কথা বলেছি এবং তাকে সতর্ক করেছি। কোনো প্লেয়ারের ব্যাপারে এ ধরনের কথা বলার অধিকার তার নেই। প্লেয়ারকে তো একটা চুক্তির মাধ্যমে তিনি নিয়ে এসেছেন এবং তাকে টাকা পরিশোধ করতে বাধ্য, পারফরম্যান্স যেমনই হোক।
সামির কাদের চৌধুরীর এমন মন্তব্যের ফলে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি মালিকদের নীতিনৈতিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে বিসিবি কঠোর ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।