ইনজুরির সময়ে গোল হজম করে ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে লিভারপুলের কাছে ৪-৩ ব্যবধানে হারতে হলো হারলো টটেনহ্যাম হটস্পারকে। নিজেদের মাঠে খেলা শুরুর ১৫ মিনিটের ব্যবধানে ৩-০ গোলে এগিয়ে যায় লিভারপুল। গোল তিনটি করেন কার্টিস জোন্স, লুইস দিয়াজ ও মোহাম্মদ সালাহ। ৩৯ মিনিটে ম্যাচে হ্যারি কেনের গোলে ব্যবধান কমায় টটেনহ্যাম। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধান রেখে বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে লিভারপুলের সাথে গোলের ব্যবধান ৩-২এ নামিয়ে আনে টটেনহ্যাম। ৭৭ মিনিটে টটেহ্যামের পক্ষে দ্বিতীয় গোল করেন সন হিয়ুং মিন। নির্ধারিত ৯০ মিনিট শেষে ম্যাচে ৩-২ গোলে এগিয়ে থাকে লিভারপুল। এরপর ম্যাচটি ইনজুরি সময়ে গড়ায়। সেখানে তৃতীয় মিনিটে গোল করে ম্যাচে ৩-৩ সমতা আনেন টটেনহ্যামের রিচার্লিসন। এই স্কোরেই ম্যাচ শেষের ইঙ্গিত দিচ্ছিলো।
ইনজুরি সময়ে চতুর্থ মিনিটেই দিয়োগো জোতার গোলে ৪-৩ ব্যবধানে এগিয়ে যায় লিভারপুল। শেষ পর্যন্ত ঐ স্কোরেই ম্যাচ জিতে মাঠ ছাড়ে লিভারপুল। ৩৩ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে উঠলো লিভারপুল। ৩৪ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠস্থানে নেমে গেল টটেনহ্যাম।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।