সবশেষ আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে বোলিংয়ের সময় চোটে পড়েছিলেন মুস্তাফিজুর রহমান। যে কারণে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি তিনি। ফিজ চোট কাটিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়েই জাতীয় দলে ফিরেছিলেন। তবে ইনজুরিতে মাঠের বাইরে ছিটকে গেলেন টাইগার কাটার মাস্টার।
বুধবার (২ জুলাই) কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে মাঠে গড়িয়েছে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। যেখানে টস হেরে আগে বোলিংয়ে নেমেছিল বাংলাদেশ। ইনিংসের ৪২তম ওভারে নিজের সপ্তম ওভারে বোলিং করতে বল হাতে নিতেই পায়ে টান লেগেছে তার। সঙ্গে সঙ্গেই মাঠ ছেড়ে ড্রেসিংরুমে ফিরে গেছেন বাঁহাতি এই পেসার ।
মুস্তাফিজ নিজের প্রথম ৬ ওভারে বেশ ভালো বোলিং করেছেন। কোনো উইকেট না পেলেও একটি মেইডেনহ দিয়েছেন মোটে ২৪ রান। ২৯ বছর বয়সী এই তারকাকে পেসারের চোট কতটা গুরুতর, তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে এই ম্যাচে তিনি আর বল করতে পারবেন না বলেই মনে হচ্ছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।