হাঁটুর ইনজুরির কারণে আগামী মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন পেসার এবাদত হোসেন। গতকাল অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডে চলাকালীন হাঁটুর ইনজুরিতে পড়েন এবাদত। ম্যাচে নিজের দশম ওভারটি শেষ না করেই মাঠ ছাড়েন তিনি। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, ইনজুরির অবস্থা জানতে এমআরআই করা হবে এবাদতের।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘দ্বিতীয় ম্যাচ খেলার সময় হাঁটুর ইনজুরিতে পড়েছেন তিনি । তার একটি এমআরআই করা হবে। এই মুহূর্তে আমি মনে করি না তৃতীয় ওয়ানডেতে তার পক্ষে খেলা সম্ভব।’
যেহেতু সামনে এশিয়া কাপ এবং বিশ্বকাপের মত দু’টি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট রয়েছে বাংলাদেশের, এজন্য আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও মিস করতে পারেন এবাদত।
প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যে আফগানিস্তানের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।