ঢাকাWednesday , 2 July 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

ইতিহাস গড়ার লক্ষ্যে অপরিবর্তিত একাদশ বাংলাদেশের

BDKL DESK
July 2, 2025 4:04 pm
Link Copied!

নারী এশিয়ান কাপ বাছাইয়ে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। নিজেদের প্রথম ম্যাচে র‍্যাঙ্কিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে ৭-০ গোলে হারিয়েছে তারা। এবার পিটার বাটলারের শিষ্যদের প্রতিপক্ষ স্বাগতিক মিয়ানমার। এই ম্যাচ জিতলেই ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে খেলবে লাল-সবুজের দল।
বুধবার (২ জুলাই) মিয়ানমারের ইয়াঙ্গুন স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি। গুরুত্বপূর্ণ এই ম্যাচের দুই ঘণ্টা আগেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নিজেদের ফেসবুক পেজে একাদশ জানিয়ে দিয়েছে। বাহরাইনের বিপক্ষে দুর্দান্ত জয় পাওয়া একাদশ অর্থাৎ অপরিবর্তিত দল নিয়ে নামবে আফাইদা খন্দকারের দল।

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৭২ ধাপ এগিয়ে মিয়ানমার। বাংলাদেশের অবস্থান যেখানে ১২৮, সেখানে মিয়ানমারের অবস্থান ৫৫। তবে সাফে টানা দুইবারের চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা বাহরাইনের বিপক্ষে ৭-০ গোলে জয় পাওয়ায় এই ম্যাচেও বেশ আত্মবিশ্বাসী। শক্তিশালী মিয়ানমারকে হারাতে পারলেই এশিয়ান কাপের মূল পর্বের টিকিট পাবে মেয়েরা।

আক্রমণাত্মক খেলা মিয়ানমারের দলটির বিপক্ষে বাংলাদেশের গোলপোস্ট অক্ষত রাখার দায়িত্ব দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক ঋতুপর্ণা চাকমার। রক্ষণে অধিনায়ক আফাইদার সঙ্গী শিউলি আজিম ও শামসুন্নাহার। মিডফিল্ডে বাংলাদেশের প্রাণ মনিকা চাকমা। তার সঙ্গে আছেন মারিয়া, কোহাতি ও স্বপ্না রাণী। ফরোয়ার্ড পজিশনে ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন ও শামসুন্নাহার।

কাগজে-কলমে মিয়ানমার এই ম্যাচে ফেভারিট। অতীত পরিসংখ্যানও স্বাগতিক দলটির পক্ষে। ২০১৮ সালে বাংলাদেশ ০-৫ গোলে হেরেছিল মিয়ানমারের বিপক্ষে। বছর ছয়েকের ব্যবধানে বাংলাদেশ দল অনেক পরিণত। সাম্প্রতিক সময়ে জর্ডান, বাহরাইন, ইন্দোনেশিয়ার মতো র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলের বিপক্ষে নিয়মিত পয়েন্ট আদায় করেছে। এতেই মিয়ানমারকে বধ কিংবা রুখে দিয়ে এশিয়া কাপে নাম লেখানোর সাহস সঞ্চার হয়েছে আফাইদা-ঋতুপর্ণাদের।

বাংলাদেশের শুরুর একাদশ : রুপনা চাকমা (গোলরক্ষক), আফাইদা খন্দকার (অধিনায়ক), শিউলি আজিম, শামসুন্নাহার, কোহাতি কিসকু, মারিয়া মান্ডা, মনিকা চাকমা, স্বপ্না রাণী, ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার ও তহুরা খাতুন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।