সার্জিও বুসকেটস পরবর্তী যুগে সবাই ভেবেছিল, স্পেন বুঝি তাদের ডিফেন্সিভ মিডফিল্ডে খেই হারিয়ে ফেলবে। কিন্তু রড্রি সেই অভাবটি বোধ করতে দিলেন না।
ক্লাব পর্যায়ে ম্যান সিটির হয়ে দারুণ ফুটবল খেলে দলকে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয়ের ম্যাচে একমাত্র গোলটিও করেছিলেন তিনি।
এবার স্পেনকেও ইউরো জেতাতে সহায়তা করলেন এই তারকা ফুটবলার। আর দারুণ খেলার পুরস্কার হিসেবে টুর্নামেন্টের সেরা ফুটবলারের খেতাবও জিতলেন তিনি।
স্পেনের হয়ে ৪৭৪ দিন অপরাজিত রইলেন রড্রি। শেষবার ২০২৩ সালে মার্চ মাসে স্কটল্যান্ডের কাছে ২-০ গোলে হার দেখেছিলেন তিনি। এরপর টানা ম্যাচ জিতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এই মিডফিল্ডার। এবার তার চোখ ব্যালন ডি’অরে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।