দীর্ঘদিন ধরেই জাতীয় দলকে নিজের সবটা উজাড় করে দিয়ে যাচ্ছেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। ক্লাব কিংবা জাতীয় দল কোন পর্যায়েই কখনো ট্রফি না জেতা হ্যারি কেইন অবশ্য নিজের ব্যক্তিগত অর্জনের দিক দিয়ে ছাড়িয়ে গেছেন সকলকে।
জাতীয় দলের হয়ে ৬৬ গোল করা কেইন অনেক আগেই দেশটির জার্সি গায়ে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। এবারের ইউরোতেও নিজের ধারাবাহিকতা রক্ষা করে চলছেন কেইন। সেমিফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে পেনাল্টিতে গোল করে দলকে সমতায় ফিরিয়েছিলেন। শেষ দিকে ওলে ওয়াটকিনস গোল করে ইংলিশদের ফাইনালে তোলে।
ইউরোর নকআউট রাউন্ডে সর্বোচ্চ ৬টি গোল করার রেকর্ড গড়লেন কেইন। এর আগে গ্রিজম্যানের পাঁচটি গোলই ছিল সর্বোচ্চ। শুধু তাই নয়, ইউরো ও বিশ্বকাপ মিলিয়ে নকআউট রাউন্ডে সর্বোচ্চ ৯টি গোল করলেন কেইন, যেখানে তিনি পেছনে ফেলেছেন সকল ইউরোপিয়ান ফুটবলারদের। তাছাড়াও ইংলিশদের ইতিহাসে ইউরোতে ৭টি গোল করলেন কেইন; তার সামনে রয়েছে কেবল অ্যালান শেয়ারার।
কেইনের পাশাপাশি ইংল্যান্ড ও ওয়াটকিনসও কিছু রেকর্ডের সামিল হয়েছে। তৃতীয়বারের মতো কোন মেজর টুর্নামেন্টের ফাইনালে খেলা ইংল্যান্ড এর আগে কেবল একবারই শিরোপার মুখ দেখতে পেরেছিল সেটাও ১৯৬৬ সালে বিশ্বকাপ জয়ের মাধ্যমে। তারাই একমাত্র দল যারা কোয়ার্টার ও সেমিতে পিছিয়ে পড়েও ফাইনাল খেলছে। তাছাড়া, ৮৯ মিনিট ৫৯ সেকেন্ডে দেওয়া ওয়াটকিনসের গোলটি ইউরোর নকআউট রাউন্ডের ইতিহাসে নির্ধারিত ৯০ মিনিটের ভেতর শেষ সময়ে দেওয়া গোল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।