সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতার মধ্যে উজ্জ্বল ছিলেন স্পিনাররা। বিশেষ করে লেগ স্পিনার রিশাদ হোসেনের পারফরম্যান্স নজর কেড়েছিলো সবার। বিশ্বকাপে টাইগারদের স্পিন বোলিং কোচের দায়িত্বে ছিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার মুশতাক আহমেদ।
ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, মুশতাক আহমেদকে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইসিবি। চলতি মাসে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে সিরিজ দিয়ে ইংল্যান্ড যুবদলের হয়ে কাজ শুরু করবেন তিনি।
সোমবার (০৮ জুলাই) বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানান, আগে থেকেই ইংল্যান্ডসহ আরও কিছু চুক্তি করা ছিলো মুশতাক আহমেদের। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আগে থেকেই তার কিছু চুক্তি করা ছিল। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডসহ এর বাইরে আরও কিছু চুক্তি তার করা আছে। মুশতাকের সঙ্গে আজকেও কথা হয়েছে। উনার ডিসেম্বর পর্যন্ত আগের কিছু চুক্তি করা আছে।’
বিসিবি এখনো আশাবাদী, বাংলাদেশ দলের স্পিন কোচ হিসেবে মুশতাককে পাওয়া। এ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘আমরা তার ব্যাপারে আগ্রহী। যেহেতু তার দিক থেকেও ইতিবাচক সাড়া পাচ্ছি, আমরা আপাতত তাকেই বিবেচনা করছি। তার সঙ্গে আমাদের দীর্ঘমেয়াদি চুক্তির ব্যাপারেও কথা হচ্ছে।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।