বিশ্বকাপে নিজেদের সবশেষ ম্যাচে অঘটনের শিকার হয়েছে দুই দল। আফগানিস্তানের কাছে হেরেছে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড আর নেদারল্যান্ডসের কাছে ধরাশায়ী হয়েছে দক্ষিণ আফ্রিকা। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে ইংল্যান্ড। ব্যাটিংয়ে নেমে, দলের ৪ রানে কুইন্টন ডি ককের উইকেট হারায় দিক্ষণ আফ্রিকা।শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ ওভারে ১ উইকেটে তাদের সংগ্রহ, ৫৯ রান।
অসুস্থতার কারণে এই ম্যাচে খেলতে পারছেন না প্রোটিয়াদের নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা। তার পরিবর্তে আজ নেতৃত্ব দেবেন এইডেন মারক্রাম। বাভুমার জায়গায় ওপেন করবেন রিজা হেনড্রিকস।
একাদশে একাধিক পরিবর্তন এনেছে ইংল্যান্ড। লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান ও ক্রিস ওকসকে বাদ দিয়ে জায়গা দেওয়া হয়েছে বেন স্টোকস, ডেভিড উইলি ও গাস অ্যাটকিনসনকে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।