তামিম ইকবাল এবং নাজমুল হোসেন শান্তরা যেভাবে ব্যাটিং শুরু করেছিলেন, তাতে মনে হচ্ছিল বাংলাদেশের স্কোর নিশ্চিত ২৫০ পার হয়ে যাবে। কিন্তু ইংলিশদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ৪৭.২ ওভার ব্যাটিং করে বাংলাদেশ অলআউট হয়ে গেলো মাত্র ২০৯ রানে।
ক্যারিয়ার সেরা ইনিংস খেললেন নাজমুল হোসেন শান্ত। ১৬তম ম্যাচে এসে প্রথম হাফ সেঞ্চুরির দেখা পেলেন তিনি। তার ৫৮ রানের ওপর ভর করেই দলীয় স্কোর ২০০ পার হয়।
পেসারদের ওভার বাকি ছিল তখনও। উইকেটে স্পিনারদের জন্য সহায়তা দেখে মইন আলিকে আক্রমণে আনলেন জস বাটলার। তাইজুল ইসলামকে ফিরিয়ে বাংলাদেশের ইনিংস গুটিয়ে দিলেন মইন।
এই স্পিনারকে ছক্কার চেষ্টায় উপরে তুলে দেন তাইজুল। নিজেই ক্যাচ ধরেন মইন। ১ চারে ১৩ বলে ১০ রান করেন তাইজুল।
৪৭.২ ওভারে বাংলাদেশ গুটিয়ে যায় স্রেফ ২০৯ রানে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৪৭.২ ওভারে ২০৯ (তামিম ২৩, লিটন ৭, শান্ত ৫৮, মুশফিক ১৬, সাকিব ৮, মাহমুদউল্লাহ ৩১, আফিফ ৯, মিরাজ ৭, তাসকিন ১৪, তাইজুল ১০*, মুস্তাফিজ ০*; ওকস ৮-০-২৮-১, আর্চার ১০-০-৩৭-২, উড ৮-০-৩৪-২, মইন ৭.২-০-৩৫-২, রশিদ ৯-০-৪৭-২, জ্যাকস ৫-০-১৮-১)
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।