ঢাকাFriday , 18 October 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের পাশে পাকিস্তান

Sahab Uddin
October 18, 2024 9:45 pm
Link Copied!

বছরের পর বছর অবনতি হচ্ছিলো পাকিস্তান ক্রিকেটের। বিদেশের মাটিতে তো ভালো করতে পারছিলোই না, এমনকি ঘরের মাঠেও যেন অচেনা হয়ে গিয়েছিল পাকিস্তান। প্রায় সাড়ে তিন বছর ধরে (সবশেষ ২০২১ সালের ফেব্রুয়ারিতে) তারা ঘরের মাঠে জিততে পারেনি একটি টেস্টও। অবশেষে ‘কুফা’ কাটলো ইংল্যান্ডকে হারিয়ে।

মুলতানে সিরিজের দ্বিতীয় টেস্টে ইংলিশদের ১৫২ রানে হারিয়েছে পাকিস্তান। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতাও ফিরিয়েছে শান মাসুদের দল। দুর্দান্ত জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও উন্নতি হয়েছে পাকিস্তানের। এক ধাপ ওপরে উঠে এখন বাংলাদেশের পাশে নাম লিখিয়েছে তারা।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২০২৫ চক্রের পয়েন্ট টেবিলে বর্তমানে অষ্টম স্থানে আছে পাকিস্তান। এর আগে ইংলিশদের ব্পিক্ষে সিরিজের প্রথম টেস্ট হেরে টেবিলের তলানিতে (৯ নম্বরে) চলে গিয়েছিল শান মাসুদরা।

বর্তমানে পাকিস্তানের জয়ের শতকরা হার ২৫.৯২। ৯ ম্যাচে ৩ জয় আর ৬টিতে হেরেছে পাকিস্তান। চলতি চক্রে ৩৪.৩৮ শতাংশ জয় নিয়ে টেবিলে পাকিস্তানের এক ধাপ ওপরে অর্থাৎ সপ্তম স্থানে আছে বাংলাদেশ। ৮ ম্যাচে টাইগারদের জয় ৩টিতে, হার ৫টিতে।

বরাবরের মতোই টেবিলের শীর্ষ দুটি স্থান দখল করে আছে যথাক্রমে ভারত ও অস্ট্রেলিয়া। টেবিলের শীর্ষে থাকা ভারতের জয়ের হার ৭৪.২৪। চলতি চক্রে ১১ ম্যাচে ৮ জয়, ২ হার আর একটি ড্র করেছে ভারত।

আর দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার ম্যাচ জয়ের হার ৬২.৫০। ১২ ম্যাচে ৮ জয়, ৩ হার আর একটিতে ড্র করেছে অসিরা।

টেবিলের তৃতীয় স্তানে আছে শ্রীলঙ্কা। তাদের জয়ের হার ৫৫.৫৬। ৯ ম্যাচে ৫টিতে জয় আর ৪টিতে হেরেছে লঙ্কানরা। চলতি চক্রে সবচেয়ে বেশি ১৮ ম্যাচ খেলা ইংল্যান্ড আছে চতুর্থ স্থানে। তাদের জয়ের হার ৪৩.০৩।

ইংল্যান্ডের পরে আছে দক্ষিণ আফ্রিকা। ৩৮.৮৯ শতাংশ জয়ে নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আছে তারা। চলতি চক্রে ৬ ম্যাচে ২ জয়, ৩ হার আর একটিতে ড্র করেছে প্রোটিয়ারা। ৩৭.৫০ শতাংশ জয় নিয়ে ষষ্ঠ স্থানে আছে নিউজিল্যান্ড।
টেবিলের তলানিতে আছে ওয়েস্ট ইন্ডিজ। চলতি চক্রে ৯ ম্যাচে মাত্র ১টিতে জিতেছে ক্যারিবিয়ানরা, হেরেছে ৬টিতে, বাকি ২টি করেছে ড্র।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।