ইংল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেলো বাংলাদেশ। শুধু তাই নয়, বিশ্ব চ্যাম্পিয়ন ইংলিশদের বিপক্ষে দ্বিতীয় দেখাতেই জয় পেলো টাইগাররা। চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে, ইংল্যান্ডের দেয়া ১৫৭ রানের টার্গেট, ১২ বল হাতে রেখে ৪ উইকেট হারিয়ে ছুঁয়ে ফেলে সাকিব আল হাসানের দল।
নিয়ন্ত্রিত বোলিংয়ের পর আগ্রাসী ব্যাটিং। তাতে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে দারুণ এক জয় পেলো সাকিব-বাহিনী। আর এই জয়ে সিরিজে লিডও নিলো চন্ডিকা হাথুরুসিংহের দল।
অবশ্য ১৫৭ রানের টার্গেটে ঝড়ের বেগে ছুটে চলে বাংলাদেশ। আট বছর পর দলে ফিরেই দারুণ উজ্জ্বল রনি তালুকদার। তবে ১৪ বলে চার বাউন্ডারিতে সাজানো ইনিংসকে ২১ রানের বেশি নিয়ে যেতে পারেননি। আরেক ওপেনার লিটন দাসকে তুলে নেন জোফরা আর্চার। তাতে ৪৩ রানেই ২ উইকেট হারায় স্বাগতিকরা।
এরপর চট্টগ্রামের পিচে চলে অভিষিক্ত তৌহিদ হৃদয় আর নাজমুল হোসেন শান্ত স্বরাজ। ৬৫ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে রাখেন তারা। এরই মাঝে ২৮ বলে শান্ত পেয়ে যান ফিফটির দেখা। ১৭ বলে ২৪ রানে থাকা তৌহিদ হৃদয়কে সাজঘরে পাঠিয়ে ইংলিশ শিবিরে ব্রেক থ্রু এনে দেন মঈন আলী। ৩ উইকেট হারারো বাংলাদেশের পুঁজি তখন ১০৮। তার বিদায়ের পর নাজমুল হোসেন শান্তু ইনিংসকে লম্বা করতে পারেননি। মার্ক উডের বলে উইকেট ভাঙার আগে ৩০ বলে ৫১ রান করেন শান্ত।
এরপর আফিফ হোসেনকে নিয়ে জয়ের আনুষ্ঠানিকতা শেষ করেন অধিনায়ক সাকিব আল হাসান। সাকিব ২৪ বলে ৩৪ এবং আফিফ ১৩ বলে ১৫ রানে অপরাজিত থাকেন।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে, পাওয়ার প্লেতে দুটি সুযোগ মিস করে বাংলাদেশ প্রথম বলে ফিল সল্টের ফিরতি ক্যাচ তালুবন্দি করতে পারেননি নাসুম আহমেদ। আর চতুর্থ বলে জস বাটলারের ক্যাচ মুঠো হতে পরে যায় সাকিব আল হাসানের। তাতে ৬ ওভারে ইংলিশদের সংগ্রহ, ৫১ রান। জুটি ভাঙে নাসুমের বলে ৩৮ রানে থাকা সল্টের বিদায়ে। ১০ ওভারে দলের পুঁজি তখন ৮০ রান।
তিন নম্বরে নামা ডেভিড মালানকে ৪ রানে থামিয়ে লাল-সবুজের দলকে আনন্দে ভাসান সাকিব আল হাসান। আগ্রাসি হওয়ার আগেই ১৩ বলে ২০ রানে থাকা বেন ডাকেটকে সাজঘরে ফেরত পাঠান মুস্তাফিজুর রহমান। পরের ওভারের প্রথম বলেই ৪২ বলে ৬৭ রানে থাকা বাটলারকে বিদায় করেন হাসান মাহমুদ। শেষ পর্যন্ত বোলারদের নৈপুণ্যে ৬ উইকেট হারানো বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ১৫৬ রানে থামিয়ে রাখে সাকিব আল আল হাসানের দল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।