ঢাকাSaturday , 26 October 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

ইংল্যান্ডকে উড়িয়ে পাকিস্তানের সিরিজ জয়

BDKL DESK
October 26, 2024 2:10 pm
Link Copied!

নোমান আলী ও সাজিদ খানের ঘূর্ণিতে পাকিস্তানের মাত্র ৩৬ রানের লক্ষ্যমাত্রা দাঁড় করাতে পেরেছিল ইংল্যান্ড। পাকিস্তান সেই লক্ষ্যমাত্রা ১৯ বলে ও ৩০ মিনিটের মধ্যে তুলে নিয়ে ৯ উইকেটে জয় তুলে নেয়। এতে করে তিন ম্যাচের টেস্ট সিরিজ ২-১ এ জিতে নিয়েছে।
অথচ পাকিস্তান সফরে ইংল্যান্ডের শুরুটা হয়েছিল দুর্দান্ত। কিন্তু তাদের শেষটা হলো নাকে খত দিয়ে। মুলতানে হওয়া প্রথম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে যে ইংল্যান্ড স্কোরবোর্ডে জমা করেছিল ৮২৩ রান, তারাই কিনা পরের দুই টেস্টের ৪ ইনিংস মিলিয়ে স্কোরবোর্ডে জমা করতে সক্ষম হয়েছে ৮১৪ রান। যা অবাক করার বিষয়।

এতে করে মুলতানে হওয়া দ্বিতীয় টেস্টে ১৫২ রানে বিশাল ব্যবধানে পরাজিত ইংল্যান্ড রাওয়ালপিন্ডিতেও হেরেছে ৯ উইকেটের বড় ব্যবধানে। সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে নোমান আলী ও সাজিদ খানের স্পিন ঘূর্ণিতে ইংল্যান্ড গুটিয়ে যায় মাত্র ১১২ রানে। তাতে পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৩৬। সেই টার্গেট পাকিস্তান ৩০ মিনিটে তুলে নেয়। বল খরচ করে মাত্র ১৯টি। তবে হারাতে হয় সাইম আইয়ুবের উইকেট।

এই জয়ে ৩ বছর পর ঘরের মাঠে প্রথম কোনো টেস্ট সিরিজ জয় করলো ম্যান ইন গ্রিনরা। তারা সবশেষ ২০২১ সালে ঘরের মাঠে টেস্ট সিরিজ জিতেছিল। পাকিস্তানকে এমন সিরিজ জেতাতে যোগ্য সহায়তা করেছেন দুই স্পিনার নোমান আলী ও সাজিদ খান। শেষ দুই টেস্টে ইংল্যান্ডের ৪০ উইকেটের ৩৯টিই তুলে নিয়েছেন এই দুই স্পিনার। আরেকটি উইকেট তুলে নিয়েছেন আরেক স্পিনার জাহিদ মেহমুদ। পাঠকদের মনে প্রশ্ন জাগতে পারে তবে কি পাক পেসার নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল টেস্ট সিরিজে! আসলে বিষয়টি এমন না। উইকেট পেতে হলে তো তাদের বোলিং করতে হবে।

মুলতানে হওয়া দ্বিতীয় টেস্টে পেসার আমির জামালকে দিয়ে ৬ ওভার বোলিং করালেও রাওয়ালপিন্ডির তৃতীয় ও শেষ টেস্টে যে ১ ওভার বোলিংও করাননি অধিনায়ক শান মাসুদ। যা পাকিস্তানের টেস্ট ইতিহাসে বিরল একটি ঘটনা।

৩ উইকেটে ২৪ রান নিয়ে দিন শুরু করা ইংল্যান্ড একপর্যায়ে ৩ উইকেট ৬৬ রান সংগ্রহ করে। তখন ব্যাক্তিগত ২৬ রানে ব্রুক নোমানের বলে বিদায় নিলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ইংলিশদের ব্যাটিং লাইন। শেষ ৪৬ রানে ইংল্যান্ড হারায় ৭ উইকেট। রুট করেন ৩৩ রান। প্রথম ইনিংসে ৬ উইকেট নেয়া সাজিদ দ্বিতীয় ইনিংসে পান ৪ উইকেট। তাতে রাওয়ালপিন্ডিতে প্রথম স্পিনার হিসেবে ১০ উইকেট নেয়ার রেকর্ড গড়েন এই স্পিনার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।