শনিবার (২৬ অক্টোবর) দুপুরে আলোচিত ফুটবল ফেডারেশন নির্বাচন। এর মাধ্যমে শেষ হবে কাজী সালাউদ্দিনের ১৬ বছরের সভাপতির দায়িত্ব। ২১ পদে প্রার্থী ৪৬ জন। সিনিয়র সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় দায়িত্ব বুঝে নেয়ার অপেক্ষায় ইমরুল হাসান। সভাপতি পদে তাবিথ আউয়ালের জয় সময়ের ব্যাপার।
হোটেল ইন্টারকন্টিনেন্টালে নির্বাচনী আমেজ। প্রার্থী ভোটার, সাবেক ফুটবলারের মিলন মেলা। ফুটবল নির্বাচনের আগের দিন সবাই হোটেলে উঠেছেন। সেখানে শনিবার দুপুর ২টা থেকে হবে ভোটগ্রহণ। এর আগে নির্বাচনী কংগ্রেস।
২১ পদে প্রার্থী ৪৬ জন। সিনিয়র সহসভাপতি পদে ভোটের প্রয়োজন নেই। প্রতিদ্বন্দ্বী না থাকায় দায়িত্ব বুঝে নেয়ার অপেক্ষায় ইমরুল হাসান। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী থাকলেও তাবিথ আউয়ালের জয় সময়ের ব্যাপার। চার সহসভাপতি পদে ৬ প্রার্থী। ১৫ সদস্য পদে ৩৭, প্রার্থীরা ব্যস্ত শেষ মুহূর্তের ভোট প্রার্থনায়।
একজন প্রার্থী বলেন, কারো কারো সঙ্গে ফোনে কথা হয়েছে বা যারা ঢাকায় যারা ছিল তাদের সঙ্গে দেখা হয়েছে। আজকে সবচেয়ে বড় জিনিস হলো সমস্ত ডেলিগেটকে পাচ্ছি এখানে।
ভোটের আমেজে কাজী সালাউদ্দিনও সামিল হয়েছিলেন। নতুন কমিটি দায়িত্ব নেয়ার মধ্য দিয়ে শেষ হবে তার ১৬ বছরের সভাপতির দায়িত্ব। ভাইয়ের জন্য ভোট প্রার্থনায় বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি আর স্ত্রীর জন্য এসেছিলেন সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, যার ওপর আছে ফিফার নিষেধাজ্ঞা। নির্বাচন কমিশনও প্রস্তুত। নির্বাচন পর্যবেক্ষণে এসেছেন ফিফা-এএফসির প্রতিনিধি।
ফুটবল নির্বাচন নিয়ে আলোচনা, সমালোচনা, বিক্ষোভ, সমঝোতা, প্রত্যাশা ষড়যন্ত্র, সবই হয়েছে। এখন ভোটের লড়াই।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।