গুঞ্জনটা বেশ কয়েকদিন ধরেই চলছিল, তবে গতকাল ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ‘ক্রিকবাজ’ জানায়, চলতি শ্রীলঙ্কা সিরিজ শেষেই নাকি টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দেবেন নাজমুল হোসেন শান্ত। তার থেকে যেভাবে ওয়ানডের নেতৃত্ব কেড়ে নেওয়া হয়েছে, তার ফলশ্রুতিতে এমন সিদ্ধান্ত অস্বাভাবিক নয়। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন শান্ত স্বয়ং।
সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে বাংলাদেশ দল এখন কলম্বোতে আছে। সেখানেই আজ সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। এই ফরম্যাটের নেতৃত্ব ছাড়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আলোচনা তো এই টেস্টের আগে থেকেই হচ্ছে। আলোচনা হচ্ছে, হতে থাক। আমি এই মুহূর্তে এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। দুই দিন পর টেস্ট ম্যাচ। এই ম্যাচটা ভালোভাবে খেলতে চাই, ভালো অবদান রাখতে চাই অধিনায়ক হিসেবে এবং ব্যাটার হিসেবে। কিন্তু এই মুহূর্তে আলোচনাটা আলোচনার জায়গাতেই থাক।’
মাহমুদউল্লাহ টেস্ট থেকে অবসর নিয়েছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে দেড়শ রানের ইনিংস খেলে। শান্তও তেমন কিছু করে নেতৃত্ব ছাড়বেন কিনা- এমন প্রশ্নে তার জবাব, ‘সবচেয়ে ভালো সময় তো গত টেস্টেই ছিল। অধিনায়ক হিসেবে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করলাম। এমনটা চাইলে তখনই তো বলে দিতে পারতাম। এই মুহূর্তে এমন কোনো প্ল্যান নেই যে ভালো করে (নেতৃত্ব) ছেড়ে দিয়ে মানুষকে দেখাতে হবে বা খারাপ খেললে (অধিনায়কত্ব) করা যাবে না। আসলে যেটা দলের জন্য ভালো হবে সেটাই করব। এই মুহূর্তে এটা নিয়ে কথা না বলাই ভালো।’
উল্লেখ্য, গত ১২ জুন দুপুরে মিরপুরে শ্রীলঙ্কা সফর উপলক্ষে সংবাদ সম্মেলন করেন নাজমুল হোসেন শান্ত। এর কয়েক ঘণ্টা পর বিকেলেই জানা যায়, শান্তকে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই ফরম্যাটের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। হুট করে এমন সিদ্ধান্ত দেশের ক্রিকেটাঙ্গনে বিস্ময়ের জন্ম দেয় এবং ব্যাপক আলোচনার সৃষ্টি করে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।