ঢাকাMonday , 1 July 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

‘আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটাই ইকুয়েডরের জন্য ফাইনাল’

Sahab Uddin
July 1, 2024 7:22 pm
Link Copied!

নাটকীয় এক ড্রয়ের পর মেক্সিকোকে টপকে রানারআপ হয়েই কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে ইকুয়েডর। কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় রাউন্ডের ম্যাচের আগে ইকুয়েডর কোচ ফেলিক্স সানচেজ বলছেন, মেসিদের বিপক্ষে ম্যাচটাই তাদের জন্য ফাইনাল।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ড্র করলেই চলতো ইকুয়েডরের। শেষ মুহূর্তে ভিএআরের সুবাদে পেনাল্টি হজম করা থেকে বেঁচে গেছে ইকুয়েডর। গ্রুপ পর্ব শেষে দুই দলের পয়েন্ট ছিল ৪। গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপ রানারআপ হয়েছে ইকুয়েডর। আগামী ৫ জুলাই কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে ইকুয়েডর।

ইকুয়েডর কোচ সানচেজ বলছেন, মেসিদের বিপক্ষে মাঠে নামার জন্য মুখিয়ে আছেন তারা, ‘আমরা জানি দুই দলের মাঝে পার্থক্য অনেক। এটা অনেক কঠিন ম্যাচ হবে। আমরা আপাতত কোয়ার্টারে পৌঁছাতে পেরেই খুশি। সামনের ম্যাচে কি হবে সেটা নিয়ে তেমন ভাবছি না। কিন্তু এটাই আমাদের জন্য আরেকটা ফাইনাল। আমরা বিশ্বকাপ চ্যাম্পিয়ন ও সেরা দলের বিপক্ষে সমানে সমান লড়াই করার চেষ্টা করব। এই ম্যাচকে সামনে রেখে দলের সবাই ভীষণ অনুপ্রাণিত থাকবে।’

গ্রুপ পর্বের ভুল শুধরে মেসিদের শক্ত লড়াই উপহার দিতে চান সানচেজ, ‘আমাদের উন্নতির অনেক জায়গা রয়েছে। অনেক কাজ করতে হবে। আমার নিজের দলের উপরে আস্থা আছে। গ্রুপ পর্বের তিন ম্যাচের মতো কোয়ার্টারেও তারা নিজেদের সেরাটা দেবে। কঠিন ম্যাচ হবে সেটা সবাই জানে। লড়াইটা ১১ জন বনাম ১১ জন হবে। আমরা জয়ের জন্যই মাঠে নামব।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।