অবশেষে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল দে মাইয়োতে যোগ দিলেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। গত মঙ্গলবার আর্জেন্টিনায় যান তিনি। তবে সোল দে মাইয়োতে যোগ দেওয়ার কথা বাংলাদেশ দলের অধিনায়ক এখনও প্রকাশ করেননি।
গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে জামাল লিখেছেন, ‘এখন আর্জেন্টিনায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সময়। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ।’ সেই সঙ্গে সোল দে মাইয়োর জার্সি হাতে একটি ছবি দিয়েছেন তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।