ঢাকাThursday , 29 May 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

আরেক টুর্নামেন্টেও বাংলাদেশের গ্রুপে সিঙ্গাপুর

BDKL DESK
May 29, 2025 6:09 pm
Link Copied!

বাংলাদেশের ফুটবলে এখন ঘুরে-ফিরে আলোচনায় সিঙ্গাপুর ম্যাচ। এশিয়ান কাপ বাছাইয়ে ১০ জুন ঢাকায় বাংলাদেশ সিঙ্গাপুরের মুখোমুখি হবে। বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ নিয়ে যখন তুমুল আলোচনা, তখন এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টের গ্রুপিংয়েও বাংলাদেশ সিঙ্গাপুরের গ্রুপেই পড়েছে।

আজ (বৃহস্পতিবার) এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদরদপ্তর মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএফসি অ-২৩ টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পড়েছে ‘সি’ গ্রুপে। এই গ্রুপের স্বাগতিক ভিয়েতনাম। অপর দুই প্রতিপক্ষ সিঙ্গাপুর ও ইয়েমেন।

আগামী ১-৯ সেপ্টেম্বর এএফসি অ-২৩ টুর্নামেন্টের বাছাই অনুষ্ঠিত হবে। এশিয়ার ৪৪টি দেশ ১১টি গ্রুপে খেলবে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন ও চার সেরা রানার্সআপ উঠবে মূল পর্বে। ২০২৪ সালে এই টুর্নামেন্টের স্বাগতিক সৌদি আরব খেলবে সরাসরি।

এএফসি অ-২৩ টুর্নামেন্টে বাংলাদেশ বিগত আসরগুলোতে বাছাইপর্ব পার হতে পারেনি। জুন উইন্ডোর পর সিনিয়র জাতীয় দলের ম্যাচ অক্টোবরে। তাই এবার সেপ্টেম্বরেও অ-২৩ টুর্নামেন্টে জাতীয় দলের স্প্যানিশ হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাকেই দায়িত্ব দেওয়ার কথা শোনা যাচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।