বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়ার পার্থক্য যোজন-যোজন। সেই দৃষ্টিকোণ থেকে ৭-০ স্কোরলাইন খুব বাজে নয়। তবে বাংলাদেশ দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা আরও একটু বেশি প্রতিদ্বন্দ্বীতাই আশা করেছিলেন। বড় হারের প্রতিক্রিয়ায় ম্যাচ শেষে সেই কথা জানিয়েছেন এই স্প্যানিশ কোচ।
কোচ ক্যাবরেরা বলেন, ‘আমরা ম্যাচটা আরেকটু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আশা করেছিলাম। পরিস্থিতির বিবেচনায় আমরা আশা করেছিলাম আমাদের ফরোয়ার্ডরা অস্ট্রেলিয়ার রক্ষণে ঢুকতে পারবে, সম্ভবত প্রথমার্ধে এক-দুবার গিয়েছিলও। কিন্তু অস্ট্রেলিয়ার ডিফেন্ডাররা আমাদের জায়গা দেয়নি। অস্ট্রেলিয়া শারীরিকভাবে এগিয়ে ছিল, শান্ত ছিল; আমি মনে করি, ওরা ম্যাচে পুরোপুরি আধিপত্য করেছে।’
বাংলাদেশ ৭ গোল হজম করেছে। এত গোল হজম করেও ইতিবাচক প্রাপ্তি খুঁজছেন হ্যাভিয়ের, ‘এই পরিস্থিতির পরও আমি মনে করে দলের মানসিকতা ইতিবাচক। আমি মনে করি না, এই ফল আমাদের প্রভাবিত করবে।’ ফুটবলারদের প্রতি সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘ছেলেরা যেভাবে খেলেছে তাতে আমি গর্বিত। এই ম্যাচের অভিজ্ঞতা আমাদের সামনে এগিয়ে নিতে সহায়তা করবে। দারুণ খেলার জন্য অষ্ট্রেলিয়াকে অভিনন্দন। আমরা পরবর্তী চ্যালেঞ্জের জন্য অপেক্ষায়।’
ম্যাচ বিশ্লেষণ করতে গিয়ে বাংলাদেশ কোচ বলেন, ‘খুবই কঠিন ম্যাচ, খুবই কঠিন দিন, বিশেষ করে ছেলেদের জন্য। আমরা আমাদের মতো করে খেলতে পারিনি। সবদিক থেকেই অস্ট্রেলিয়া আমাদের চেয়ে এগিয়ে ছিল। শারীরিক দিক থেকে আমাদের চেয়ে এগিয়ে ছিল তারা। খেলোয়াড়দের জন্য বেশ কঠিন ছিল। ম্যাচের ফল ভুলে গিয়ে নিজেদের খেলাটা খেলতে হতো, কিছুটা সময় সম্ভবত আমরা পেরেছি। শারীরিক দিক থেকে তো বটেই, টেকনিক্যালিও অস্ট্রেলিয়ার সঙ্গে আমাদের পার্থক্য বিশাল।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।