এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করার দ্বারপ্রান্তে বাংলাদেশ। একটি হাফ সেঞ্চুরি ও আরও তিনটি মোটামুটি মাঝারিমানের ইনিংসের ওপর ভর করে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে স্বাগতিক আরব আমিরাতকে ২০৬ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়েছে টাইগাররা।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম এবং লিটন দাস মিলে ৯০ রানের বিশাল জুটি গড়েই বড় স্কোরের ইঙ্গিত দেন। এরপর শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ করে বাংলাদেশ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।