তুরস্কের আনাতোলিয়ায় চলছে অলিম্পিক কোটা প্লেসের টুর্নামেন্ট। যেখানে বাংলাদেশের আরচ্যার সাগর ইসলাম সেমিফাইনালে উঠেছেন। সেমিফাইনালে ওঠায় সাগরের প্যারিস অলিম্পিক নিশ্চিত হয়েছে বলে তুরস্ক থেকে জানিয়েছেন বাংলাদেশ আরচ্যারি দলের ম্যানেজার কামরুল ইসলাম কিরণ।
রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে তিন পদকজয়ীর প্যারিস অলিম্পিকে খেলার কথা ছিল। এমন ধারণা নিয়েই তুরস্ক গিয়েছিল বাংলাদেশ। আজ (সোমবার) সকালে রিকার্ভ ব্যক্তিগত ইলিমিনেশন রাউন্ড শুরুর আগে ম্যানেজার মিটিংয়ে বিশ্ব আরচ্যারি সংস্থা জানিয়েছে, এই টুর্নামেন্ট থেকে ব্যক্তিগত ইভেন্টে শীর্ষ পাঁচ জন সরাসরি অলিম্পিকে খেলার সুযোগ পাবে। তুরস্কের আনাতোলিয়া থেকে বাংলাদেশ আরচ্যারি দলের ম্যানেজার কামরুল ইসলাম কিরণ ও জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক বলেন, ‘আজ সকালে আমাদের মিটিংয়ে নিশ্চিত করা হয়েছে পাঁচ জন অলিম্পিক খেলার সুযোগ পাবে। আমাদের সাগর সেমিফাইনালে ওঠায় আমাদের অলিম্পিক কোটা নিশ্চিত হয়েছে।’
এই টুর্নামেন্টে বাংলাদেশের সাবেক আরচ্যার জিয়া সৌদি আরবের কোচ হিসেবে রয়েছেন। তিনিও একই তথ্য নিশ্চিত করেছেন। বিশ্ব আরচ্যারি ফেডারেশনও বিষয়টি নিশ্চিত করেছে একটি ফেসবুক পোস্টে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।