ঢাকাTuesday , 18 February 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

আরও ২ বছর খেলতে চান বাংলাদেশের সাবেক অধিনায়ক

BDKL DESK
February 18, 2025 11:05 pm
Link Copied!

বাংলাদেশ জাতীয় নারী দলে এক যুগেরও বেশি সময় ধরে খেলেছেন সালমা খাতুন। জিতিয়েছেন এশিয়া কাপের মতো টুর্নামেন্টও। তবে গেল দুই বছর খুলনার এই ক্রিকেটারকে আর জাতীয় দলে দেখা যায়নি। ২০২৩ সালে ভারতের বিপক্ষে মিরপুরে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন সালমা, সেটাই ছিল এখন পর্যন্ত সাবেক টাইগ্রেস অধিনায়কের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ।

আগামীকাল বুধবার থেকে শুরু হতে যাচ্ছে নারীদের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। এই আসরে মোহামেডানের হয়ে খেলবেন সালমা। আজ (মঙ্গলবার) গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি নিজের খেলা প্রসঙ্গে বলেন, ‘আসলে ওভাবে কোনো সিদ্ধান্ত এখনও নিইনি আমি। আরও দুই বছর হয়তোবা খেলব, তারপর সিদ্ধান্ত নেব কী করব না করব।’

মোহামেডানের স্কোয়াড নিয়ে সন্তুষ্টি জানিয়ে সালমা বলেন, ‘আমাদের দল ভালো হয়েছে। অবশ্যই চেষ্টা করব শেষবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার ধারাবাহিকতা ধরে রাখার। দলের ওপর আমার আত্মবিশ্বাস আছে। ওরা সবাই চ্যাম্পিয়ন হওয়ার মতোই খেলবে।’

আন্তর্জাতিক ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে ৪৬টি ওয়ানডে এবং ৯৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন অলরাউন্ডার সালমা। যেখানে ব্যাট হাতে তিনি ১১২৫ রান এবং অফব্রেক স্পিনে ১৩৬ উইকেট শিকার করেছেন ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার।

এদিকে, আবাহনী দলের অধিনায়ক ফারজানা হক পিংকি বলেন, ‘আমার দলটা নিয়ে আমি খুব আশাবাদী। আমার দলের সবাই পেশাদার। সবাই খুব ক্ষুধার্ত ভালো খেলতে। আমার দলের ক্রিকেটাররা সবাই মোটামুটি মানের। এই দলটি নিয়ে যদি মাঠের লড়াইয়ে সেরাটা দিতে পারি, তাহলে আবাহনীর জন্য ইতিবাচক ফল পাওয়া সম্ভব।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।