মাহমুদউল্লাহ রিয়াদ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও এখনও টেস্ট খেলছেন মুশফিকুর রহিম। তবে কিছু মাস আগে বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে আন্তর্জাতিক কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন তারা। এরই পরিপ্রেক্ষিতে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মাহমুদউল্লাহকে ম্যাচ রেফারির কোর্সে যোগ দিতে আমন্ত্রণ জানায় কিন্তু আরও কিছুদিন স্থানীয় লিগে খেলতে চান বলে তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।
বাংলাদেশে সাম্প্রতিক সময়ে আম্পায়ারিংয়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি দেখা গেছে। তবে আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের পরিচিতি করতে পারে নি। ম্যাচ রেফারিংয়ের উন্নতির জন্য বিসিবি এবার প্রথম শ্রেণির ক্রিকেটারদের নিয়ে কাজ শুরু করেছে। শনিবার (২৬ জুলাই) থেকে দুই দিনের প্রশিক্ষণ ও কর্মশালায় যোগ দিতে বেশ কয়েকজন ক্রিকেটারকে আমন্ত্রণ জানানো হয়েছে।
এই তালিকায় হাবিবুল বাশার সুমন, আবদুর রাজ্জাক, ধীমান ঘোষ, ফজলে মাহমুদ, নাঈম ইসলাম এবং ইলিয়াস সানি রয়েছেন। মাহমুদউল্লাহও আমন্ত্রণ পেয়েছিলেন, তবে ঘরোয়া ক্রিকেট খেলতে চান বলে তিনি কোর্সে অংশগ্রহণ করেননি। বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, পেশাদার ক্রিকেট থেকে অবসর না নিলে কোনো ক্রিকেটার ম্যাচ রেফারি হতে পারবেন না।
দুই দিনের কোর্সে অংশ নেয়া ৩০ ক্রিকেটারই প্রথম শ্রেণির পাশাপাশি জাতীয় দলেরও খেলেছেন। রাকিবুল হাসান জানিয়েছেন,‘এবার আমরা যা করেছি তা হল, জাতীয় দলের বা প্রথম শ্রেণির ক্রিকেট খেলোয়াড়দের মধ্য থেকে নির্বাচন করা হয়েছে। কারণ, ম্যাচ রেফারি হিসেবে সাবেক আন্তর্জাতিক বা প্রথম শ্রেণির ক্রিকেটার থাকলে ক্রিকেটাররা তাদের সম্মান করেন, যা ম্যাচ কন্ট্রোলের ক্ষেত্রে সুবিধা দেয়।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।

