জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরার চুক্তির মেয়াদ এক বছর বাড়িয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত দায়িত্বে থাকবেন এই স্প্যানিশ কোচ।
কাবরেরার আগের চুক্তির মেয়াদ শেষ হতো চলতি মাসেই। নতুন মেয়াদে চুক্তির জন্য দুই পক্ষের মধ্যে কথা বার্তা চলছিল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার নতুন চুক্তির খবর জানায় বাফুফে।
২০২২ সালের জানুয়ারিতে বাংলাদেশের কোচ হিসেবে নিয়োগ পান কাবরেরা। প্রথম বছরে সফল না হলেও এই বছর তার কোচিংয়ে ঘুরে দাঁড়িয়েছে দল।
২০০৯ সালের পর প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে খেলে বাংলাদেশ, গত জুলাইয়ে। ২০২৬ বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ে তারা উঠে গেছে দ্বিতীয় রাউন্ডে। সেখানে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মাঠে ৭-০ গোলে উড়ে গেলেও পরের ম্যাচে দেশের মাটিতে ড্র করে লেবাননের বিপক্ষে। ৩৯ বছর বয়সী কাবরেরার কোচিংয়ে সব মিলিয়ে ২১ ম্যাচ খেলে বাংলাদেশের জয় ও ড্র সমান ৬টি করে, হার ৯টি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।