ঢাকাWednesday , 2 April 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

আরও একবার বিশ্বকাপে চুমু খেয়ে লাজুক কণ্ঠে যা বললেন মেসি

BDKL DESK
April 2, 2025 3:46 pm
Link Copied!

বিশ্বকাপ ট্রফির সঙ্গে আবারও মঞ্চে দেখা গেল ২০২২ বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসিকে। লস অ্যাঞ্জেলসের বিএমও স্টেডিয়ামে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ২০২৬ বিশ্বকাপের প্রচারণার অংশ হিসেবে মেসির হাতে উঠল ফুটবলের সর্বোচ্চ পুরস্কার।
২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে বিশ্ব চ্যাম্পিয়ন করার পর এই ট্রফি যেন মেসির এক অবিচ্ছেদ্য সঙ্গী হয়ে উঠেছে। অ্যাডিডাস ও ফিফার আয়োজনে এই অনুষ্ঠানে মেসির সঙ্গে ছিলেন এনএফএলের তারকা কানসাস সিটি চিফসের কোয়ার্টারব্যাক প্যাট্রিক মাহোমেস। মাহোমেস নিজেও বিশ্বকাপ ট্রফির সঙ্গে মেসির ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে লিখেছেন, ‘অ্যাডিডাসের সঙ্গে বিশ্বকাপের কিক-অফ।’

ট্রফিটি বাঁ হাত দিয়ে মেসি এমনভাবে আগলে রাখলেন যেন কোনো বাচ্চা কোলে নিয়েছেন। ফিফা সভাপতি ইনফান্তিনো তখন তাকে ট্রফিতে চুমু খেতে বলেন। বাচ্চাদের মাথা সাপটে দেয়ার মতো ডান হাত দিয়ে ট্রফিটির মাথায় একবার হাত বুলিয়ে চুমু খান এলএমটেন। সঙ্গে সঙ্গে চারপাশ থেকে করতালির রোল পড়ে। ইনফান্তিনোকেও তখন হাসতে দেখা যায়।

মেসি মঞ্চে ট্রফি হাতে নিয়ে বলেন, ‘এটা খুবই স্পেশাল ট্রফি, খুবই সুন্দর।’ মঞ্চে মেসির সঙ্গে ছিলেন ইতালির হয়ে বিশ্বকাপজয়ী কিংবদন্তি আলেসান্দ্রো দেল পিয়েরো ও জার্মানির বিশ্বকাপজয়ী সাবেক স্ট্রাইকার ও কোচ য়ুর্গেন ক্লিন্সম্যান।
মেসি কি ২০২৬ বিশ্বকাপে খেলবেন? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ফুটবল ভক্তদের মনে। আর্জেন্টিনা এরই মধ্যে দক্ষিণ আমেরিকার শীর্ষ দল হিসেবে বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করেছে। তবে ৩৭ বছর বয়সী মেসির সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছে সবাই।

এদিকে, ইন্টার মায়ামির হয়ে মেসিদের সামনে এখন কনকাক্যাফ চ্যাম্পিয়নস কাপে কোয়ার্টার ফাইনালের লড়াই। লস অ্যাঞ্জেলসের এই বিএমও স্টেডিয়ামেই আগামীকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল) বাংলাদেশ সময় সকালে কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে লস অ্যাঞ্জেলস এফসির বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।