আয়ারল্যান্ডের বিপক্ষে ইনিংস ব্যবধানেই জয়ের সম্ভাবনা ছিল বাংলাদেশের। কিন্তু তেমনটা হয়নি। ১৩ রানে ৪ উইকেট হারিয়েও দ্বিতীয় ইনিংসে ২৯২ রান তোলে আইরিশরা। বাংলাদেশের ১৫৫ রানের লিড শোধ করে ১৩৮ রানের লক্ষ্য দাঁড় করিয়ে একটু ভয়ও ধরিয়ে দিয়েছিল তারা। তবে মুশফিকের দৃঢ়তায় ৭ উইকেটে জিতেছে বাংলাদেশ।
এই জয়ে তিন ফরম্যাটের সিরিজই ঘরে তুললো লাল-সবুজের প্রতিনিধিরা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে, টি-২০ সিরিজ ২-১ ব্যবধানে জয়ের পর একমাত্র টেস্টে চতুর্থ দিন দ্বিতীয় সেশনের শুরুতেই জয় পেল চন্ডিকা হাথুরুসিংহের দল। তবে নিজেদের ইতিহাসের মাত্র চতুর্থ টেস্ট খেলতে নামা আয়ারল্যান্ড পূর্ণ সম্মান আদায় করে নিয়েছে।
প্রথম ইনিংসে ১২৬ রানের পর দ্বিতীয় ইনিংসে ম্যাচ জেতানো ৫১ রানে অপরাজিত থাকেন মুশফিকুর রহিম। অন্য প্রান্তে মুমিনুল হক ২০ রানে অপরাজিত থাকে। শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৩৮ রান সংগ্রহ করে জয় পায় সাকিব আল হাসানের দল। এর আগে, আয়ারল্যান্ডের ২১৪ রানের জবাবে প্রথম ইনিংসে ৩৬৯ রান তুলেছিল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ২৯২ রানে অরআউট হয় আইরিশরা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।