ক্রিকেট বিশ্বের অন্যতম জনপ্রিয় দল ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়ে গেলেও এতদিন মাঠে নামা হয়নি তাদের। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে মাঠে নামল ভারত। বুধবার (৫ জুন) আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় রোহিত শর্মার দল।
নাসাউ কাউন্টিতে আজ ৪ পেসারের সঙ্গে দুই স্পিন অলরাউন্ডার নিয়ে মাঠে নেমেছে ভারত। দলে আছেন হার্দিক পান্ডিয়া। বাদ পড়েছেন জসস্বি জয়সওয়াল, কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল।
আয়ারল্যান্ড টি-টোয়েন্টিতে বরাবরের কঠিন প্রতিপক্ষ। কিছুদিন আগেই পাকিস্তানকে তারা হারিয়েছে। যদিও তিন ম্যাচের সিরিজটি ২-১ ব্যবধানে হেরেছে পল স্টার্লিংয়ের দল।
আয়ারল্যান্ড একাদশ : পল স্টার্লিং (অধিনায়ক), অ্যান্ড্রু বালবির্নি, লরকান টাকার (উইকেটরক্ষক), হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ব্যারি ম্যাকার্থি, জোশুয়া লিটল, বেঞ্জামিন হোয়াইট।
ভারত একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জাসপ্রিত বুমরাহ, অর্শদীপ সিং, মোহাম্মদ সিরাজ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।