নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে জয়ের ধারা অব্যাহত রাখল বাংলাদেশ। আসরে প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে ১৭৬ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছিল টাইগ্রেসরা। এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ২ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় তুলে নিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।
রোববার (১৩) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে লরা ডিলানির ফিফটিতে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট ২৩৫ রান করেছিল আয়ারল্যান্ডের মেয়েরা। লক্ষ্য তাড়ায় নিগারের ফিফটির পর রিতু মনির অতিমানবীয় ইনিংসে ৮ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় লাল-সবুজের দল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।