বর্তমান বাংলাদেশে দলের প্রতিভাধর ব্যাটসম্যানদের একজন মনে করা হয় লিটন কুমার দাসকে। তাইতো তার কাছ থেকে বরাবরই অনেক বেশি প্রত্যাশা থাকে ভক্তদের। যদিও লম্বা সময় ধরে সে প্রত্যাশা মেটাতে পারছেন না এই ডানহাতি ব্যাটার। লিটন নিজেও বিষয়টি অবলীলায় স্বীকার করে নিলেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া ক্রিকেটারদের নিয়ে ধারাবাহিক সাক্ষাৎকার প্রচার করে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারই ধারাবাহিকতায় আজ প্রকাশ করা হয়েছে লিটনের সাক্ষাৎকার।
সাক্ষাৎকারে লিটন বলেন, ‘আমি যে মানের খেলোয়াড় বা যেভাবে পারফর্ম করা উচিত, আমি সেটা করতে পারিনি। বিষয়টা এভাবে যদি বলি, আগের দুই বিশ্বকাপে ১০০ রান করিনি। এবার যদি ১০১ রান করি তার মানে আগের থেকে ভালো কিছু করছি। তাই যা কিছু করি না কেন, আগের থেকে ভালো কিছু করার চেষ্টা করব।’
শান্তের নেতৃত্ব নিয়ে লিটন বলেন, ‘শেষ কয়েকটা সিরিজে শান্ত ভালো অধিনাকত্ব করেছে। আমার কাছে ওর অধিনায়কত্ব খুবই ভালো লাগছে। সে অধিনায়ক হিসেবে নতুন। তিন সংস্করণেই দায়িত্ব পেয়েছে। সব মিলিয়ে যা দেখেছি, ও উন্নতি করছে। স্বাভাবিকভাবেই যে কোনো মানুষের উন্নতির শেষ নেই। শান্ত ভালো করে যাচ্ছে।’
খারাপ সময়ে স্ত্রীর কাছ থেকে যে সবচেয়ে বেশি উৎসাহ পান তাও জানালেন দিনাজপুরের এই ক্রিকেটার, ‘অনেক মানুষই আছে যারা নাকি বাজে সময়ে আমাকে মোটিভেট করে। অনেক কোচই আছে যাদের সঙ্গে আমার কথা হয়। তারাও আমাকে মোটিভেট করে। আসলে খারাপ সময়ে মোটিভেশন খুব দরকার পড়ে। তবে এদিক থেকে আমার জন্য সবচেয়ে কাছের মানুষ হচ্ছে আমার স্ত্রী। সে সব সময় আমাকে সাহস দেয়। এর থেকে বড় কিছু আর লাগে না।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।