ঢাকাSaturday , 7 October 2023
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

‘আমি ব্যাট করতে পারি’,

Sahab Uddin
October 7, 2023 11:52 pm
Link Copied!

প্রস্তুতি ম্যাচে তিনে ব্যাট করতে নেমে দুই ম্যাচেই ফিফটি পেয়েছেন মেহেদী মিরাজ। মূল মঞ্চে আফগানিস্তানের বিপক্ষে তিনে ব্যাট করতে নেমে দলকে ফিফটি করে জিতিয়েছেন। তার আগে এশিয়া কাপে পেয়েছেন সেঞ্চুরি। ধারাবাহিক রান পাওয়া একজন ব্যাটিং নিয়ে আত্মবিশ্বাসীই হবেন।

মেহেদী মিরাজও তার ব্যাটিং নিয়ে আত্মবিশ্বাসী। ডানহাতি এই অফস্পিনার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে নিজের ব্যাটিং নিয়ে আত্মবিশ্বাসী মন্তব্য করেছেন। জানিয়েছেন, তিনি ব্যাট করতে পারেন।

মিরাজ বলেছেন, ‘দল আমাকে একটা সুযোগ দিয়েছে। এটা আমি নিতে চাই। আটে ব্যাটিংয়ের চেয়ে ওপরে যেকোন জায়গায় ব্যাটিং করা আমার জন্য ভালো সুযোগ। কারণ আমি বিশ্বাস করি, আমি ব্যাট করতে পারি।’

টপ অর্ডারের ব্যাটিংয়ের ধরন একরকম, ম্যাচ পরিস্থিতি একরকম, আবার মিডল অর্ডারে অন্য রকম। লোয়ারে পরিস্থিতির চাহিদা থাকে ভিন্ন। মিরাজ জানিয়েছেন, এসব চিন্তা তিনি মাথায় নিতে চান না, ‘অবশ্যই সমস্যা থাকে (ভিন্ন ভিন্ন পজিমনে), কিন্তু এসব আমি মাথায় নিতে চাই না। দলের প্রয়োজনে যেকোন পজিশনে আমাকে পারফর্ম করতে হবে, এটা দলের জন্য ভালো।’

মিরাজের মতে, দলের জন্য যে কাউকে মানিয়ে নিতে পারতে হবে। শতভাগ দিতে হবে, ‘মানিয়ে নেওয়াই মূল বিষয়। কিছু অর্জন করতে হলে আপনাকে মানিয়ে নিতে হবে। আমি এতোদিন আটে ব্যাট করেছি, সেখানে খুব বেশি বল খেলার সুযোগ নেই। তবে মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি যে, যদি সুযোগ পাই শতভাগ দিয়ে চেষ্টা করবো।’

সেই অনূর্ধ্ব-১৯ ফিরিয়ে আনতে চান মিরাজ

আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ছয় বছর কাটিয়ে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। শুরুতে ছিলেন ডানহাতি অফ স্পিনার। সেখান থেকে টুকটাক ব্যাট চালাতে পারা অলরাউন্ডার। গেল দুই বছর আট নম্বরে ব্যাট করতে পারা অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন তিনি।

অথচ মিরাজ বিশ্বাস করেন তিনি পরিপূর্ণ অলরাউন্ডার। যিনি ২০১৬ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। ব্যাট হাতে ২৪২ রানের সঙ্গে ১২ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা হয়েছিলেন।

এবার ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে টপ-মিডলে নিয়মিত ব্যাট করার সুযোগ পেতে পারেন মিরাজ। আফগানিস্তানের বিপক্ষে যেমন তিনি ওয়ান ডাউনে ব্যাট করে ৫৭ রানের দারুণ কার্যকরী ইনিংস খেলেছেন। তার আগে বল হাতে ৩ উইকেট নেওয়ায় ম্যাচ সেরা হয়েছেন। রাজকীয় পারফরম্যান্সের পর মিরাজ জানিয়েছেন, তিনি অনূর্ধ্ব-১৯ এর সেই বিশ্বকাপের মতো পারফরম্যান্স দিতে চান।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘আমি যদি বিশ্বকাপের মতো বড় মঞ্চে অলরাউন্ড পারফরম্যান্স করতে পারি, তবে সেটা আমার ও দলের জন্য বড় অর্জন হবে। ২০১৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মতো পারফরম্যান্স দেখানোর স্বপ্ন দেখি আমি।’

ঘরের মাঠে গত বছর আফগানিস্তানের বিপক্ষে লোয়ারে নেমে ম্যাচ জয়ী ৮১ রানের ইনিংস খেলেছিলেন মিরাজ। ভারতের বিপক্ষে গত বছর খেলেছেন ১০০ রানের হার না মানা ম্যাচ জয়ী ইনিংস। এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ জেতানো সেঞ্চুরির পর বিশ্বকাপের দুই প্রস্তুতি ম্যাচ টপ অর্ডারে ব্যাট করে ফিফটি পেয়েছেন মিরাজ।

সব মিলিয়ে ব্যাট হাতে এখন তিনি আত্মবিশ্বাসী, ‘ভারত সিরিজ থেকে রান পেতে শুরু করি। এরপর ব্যাটিং নিয়ে আমি অনেক পরিশ্রম করেছি। কীভাবে আরও ভালো ব্যাট করতে পারি এবং দলে অবদান রাখতে পারি তা নিয়ে ভেবেছি। ভিন্ন ভিন্ন পজিশনে আমি ব্যাট করেছি, সেজন্য দল আমাকে দারুণ সমর্থন দিয়েছে।’

ব্যাট হাতে রান পেলেও কোন ম্যাচে কোন অর্ডারে কী পরিস্থিতি ব্যাট করতে হবে এখনও নিশ্চিত নন মিরাজ। যেকোন ব্যাটিং অর্ডারের জন্য তিনি প্রস্তুত। তবে উপরে খেলতে পারা বড় সুযোগ মানছেন তিনি, ‘ভিন্ন পজিশন মানে ভিন্ন পরিস্থিতি। তবে দল যেহেতু সুযোগ দিয়েছে, আমি সেটা নিতে চাই। আমার বিশ্বাস, আমি ব্যাট করতে পারি। আটে ব্যাটিংয়ের চেয়ে টপ-মিডলের যেকোন ব্যাটিং অর্ডারে খেলা অনেক বড় সুযোগ।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।