ঢাকাThursday , 22 August 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

আমি দেখতে চাইবো তামিম আরও দুই-তিন বছর খেলুক: ফারুক

Sahab Uddin
August 22, 2024 12:51 am
Link Copied!

গত বছরের ওয়ানডে বিশ্বকাপের পর থেকে তামিম ইকবাল অনেকটাই নীরব হয়ে গিয়েছিলেন। এই সময়ের মধ্যে আর জাতীয় দলের হয়ে খেলেননি তিনি।
মাঝে ফরচুন বরিশালকে চ্যাম্পিয়ন করেছেন তিনি। তবে রাজনৈতিক পালাবদলের পর তামিম কিছুটা সরব।

অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা সোমবার বিসিবি পরিদর্শন করতে এসেছিলেন। তখন তার সঙ্গে ছিলেন তামিম। আসিফকে পুরোটা ঘুরিয়ে দেখান তিনি। বুধবার বিসিবিতেও ঘটেছে পালাবদল। নাজমুল হাসান পাপনের জায়গায় সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন ফারুক আহমেদ।

তার কাছে প্রশ্ন যায়, তামিমের ভবিষ্যৎ নিয়ে। অনেকদিন ধরে এ নিয়ে নানা ধরনের জলঘোলা হচ্ছে। উপযুক্ত পরিবেশ পেলে ফিরবেন, এমন কথা জানিয়ে রেখেছেন তামিম। এখন যখন সবকিছুতে বদলের ছোঁয়া, তামিম কি ফিরবেন?

উত্তরে নতুন বিসিবি সভাপতি ফারুক বলেছেন, ‘এক্ষেত্রেও কিন্তু খেলোয়াড়ের চিন্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তামিম কী চিন্তা করছে, প্রথম তার সঙ্গে কথা বলা দরকার। এদিক-সেদিক না ঘুরিয়ে। তামিম খুব সেন্সেবল ছেলে। আমার মনে হয় ওয়ান অব দ্য বেস্ট উই হ্যাভ এভার প্রডিউসড ইন বাংলাদেশ। ’

‘আপনি যদি আমাকে বলেন আমি দেখতে চাই তামিম আরও দুই তিন বছর খেলবে। এটা আমার ব্যক্তিগত অভিমত। আমার ব্যক্তিগত অভিমতে কিন্তু কিছু যায় আসে না। ওর ফিটনেস হবে, টিমে আসতে হলে কী করতে হবে; যে বিভাগুলো আছে। সভাপতি হিসেবে অফ দ্য রেকর্ড যদি জিজ্ঞেস করেন, আমি কিন্তু দেখতে চাই আরও দুই বছর ক্রিকেট খেলুক। আমি চাই আর কী। ’

টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা আগেই দিয়েছেন তামিম। টেস্টে খেলার মতো তার ফিটনেস আছে কি না, সংশয় আছে এ নিয়েও। তাহলে কি তামিম ওয়ানডেতে ফিরবেন? ফারুকও মনে করছেন তেমনই। এর মধ্যে গুঞ্জন ছড়িয়েছে বোর্ডে আসতে পারেন তামিম, তেমন হলেও খুশি নতুন বিসিবি সভাপতি।

তিনি বলেন, ‘কোন ফরম্যাটে খেলবে, আমার মনে হয় ৫০ ওভার বেস্ট। লঙ্গার ভার্শন সবচেয়ে ভালো হতো অভিজ্ঞতাসহ, কিন্তু এটার যে কষ্ট; হয়তো ওর শরীর নিতে পারবে না। আমি জানি না। এটা তামিমই বলতে পারবে। ’

‘খুব ভালো হয় যদি ও খেলতে পারে। আর যদি খেলতে না পারে, বোর্ডে আসে তাহলে আমি খুব খুশি হবো। কারণ আপনি দেখেন, তামিম আমার অন্তত বিশ বছরের ছোট হবে; যদি বেশি না হয়। কাছাকাছি হয়তো। সে সাবেক অধিনায়ক, তার মানে তার লিডারশিপ কোয়ালেটি আছে। ’

‘এসব ছেলে যত আসবে, তাদের যদি আমরা তাড়াতাড়ি কাজে লাগাতে পারি; তাহলে কিন্তু অনেক আইডিয়া আসবে; অনেক ভালো কিছু করতে পারবে। দেখি ওর সঙ্গে কথা বলে ব্যক্তিগতভাবে, ওর পরিকল্পনা কী, এভাবে আমরা এগিয়ে যেতে পারি। ’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।