একটি টেলিভিশন চ্যানেলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদের সঙ্গে দেখা হয়ে যায় বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের। ছবি: ভিডিও থেকে নেওয়া।
একটি টেলিভিশন চ্যানেলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদের সঙ্গে দেখা হয়ে যায় বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের। ছবি: ভিডিও থেকে নেওয়া।
‘আরে ফারুক ভাই!’ বলেই বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদকে জড়িয়ে ধরলেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ফারুক আহমেদও তাকে দেখে জড়িয়ে ধরে বলেন, ‘ভালোই তো স্বাস্থ্য হয়েছে তোমার।’ তারপর কিছুক্ষণ খুঁনসুঁটি। বোর্ড সভাপতি হিসেবে যে স্যুট-কোট পড়তে হয়ে সেটা নাকি বুলবুল শিখেছেন ফারুককে দেখেই। যে কথার পর আবার হাসির রোল পড়ে যায় সেখানে।
দেশের একটি শীর্ষস্থানীয় স্যাটেলাইট চ্যানেলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে দেখা হয় বিসিবির সাবেক ও বর্তমান সভাপতির। সেখানে প্রতিষ্ঠানটিকে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি নিজেদের মধ্যেও শুভেচ্ছা বিনিময় করে নিলেন তারা।
আইসিসির ডেভেলপমেন্ট অফিসার বুলবুল এখন বিসিবির সভাপতির চেয়ারে। তিনি স্থলাভিষিক্ত হয়েছেন ফারুক আহমেদের। অনেকেরই ধারণা ছিল ফারুক-বুলবুলের দ্বন্দ্ব হয়তো চরমে। তবে দুজনের এই ঘনিষ্ঠ মুহূর্ত যেন সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছে।
বুলবুল যখন দেশের ক্রিকেটের শীর্ষ চেয়ারে বসেছেন তখন সময় হাতে আছে মাত্র সাড়ে তিন মাস। তিনি নিজেই জানিয়েছিলেন, খুব দ্রুত একটা টি-টোয়েন্টি খেলে যেতে চান। আজ সেই অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীর সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, ‘আমি ওপেনার ব্যাটসম্যান হিসেবে খেলতে নেমেছি। নতুন বলে খেলছি, উইকেট বোঝার চেষ্টা করছি। আজ ২০ দিন হলো উইকেট বোঝার চেষ্টা করেছি। এখন আমি বোঝার চেষ্টা করছি যে বোলারের বিপক্ষে খেলছি সেই বোলারের কি কি টেকটিকস আছে। আমি এখনও শিখছি।’
যখন বুলবুলের সময় ফুরোবে তখন তিনি বিসিবিকে কোথায় দেখতে চানা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি যে পরিকল্পনাগুলো করেছি সেগুলো যদি কমপেক্ষ ২০% সম্পন্ন করতে পারি তাহলে সেটাই হবে আমার জন্য বড় সাফল্য।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।