মাথায় গুরুতর আঘাত নিয়ে এখন হাসপাতালে মোস্তাফিজুর রহমান। রোববার অনুশীলনে বলের আঘাত পান তিনি।
পরদিন সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে স্বাভাবিকভাবেই একাদশে ছিলেন না এই বাঁহাতি পেসার। ম্যাচটিতে ১২ রানে হেরে যায় কুমিল্লা।
এদিন মোস্তাফিজের জায়গায় কুমিল্লা খেলায় মুশফিক হাসানকে। ৪ ওভারে ৩২ রান দিয়ে এক উইকেট নেন তিনি। ম্যাচ হারের পর মোস্তাফিজ না থাকা কারণ কী না জানতে চাওয়া হয় লিটনের কাছে।
উত্তরে কুমিল্লা অধিনায়ক বলেন, ‘হারের কারণ কেন হবে। আমাদের কী একাদশে আর কোনো খেলোয়াড় নেই?’
পরে একই ধরনের প্রশ্নের উত্তরে লিটন বলেন, ‘হলে ভালো হতো (বাঁহাতি পেসার)। এটা নিয়ে বলে লাভ নেই। মোস্তাফিজেরও তো খারাপ দিন গিয়েছে। এই উইকেটেই গিয়েছে। তখন কী উত্তর দিতাম। আমার কাছে মনে হয় আমরা ১২ থেকে ১৬ ওভার স্পিন বোলিং খুব জঘন্য করেছি। ’
‘জঘন্য বলতে পারি না আমি। খারাপ বল করেছি। দুজন নতুন ব্যাটসম্যান ছিল। আমাদের ওইখানে এভাবে রান দেওয়াটা উচিত হয়নি। যেহেতু আমাদের স্পিনাররা ভালো বোলিং করেনি, ওই জায়গায় একটু পিছিয়ে গিয়েছি। আমি আগেও বললাম, এটা ১৮০ রানের উইকেট নয়। ১৬০-১৬৫ রান হলে সহজ হতো। ’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।