স্কোরবোর্ডে রান কেবল ১০৬। যেকোনো প্রতিপক্ষকেই এই রানে আটকে রাখা বেশ কঠিন।
নেপালের বিপক্ষে কাজটি দুর্দান্ত করেছে বাংলাদেশ। যার ভিত্তিটা গড়ে দিয়েছিলেন তানজিম হাসান সাকিব। দুর্দান্ত বোলিং করে ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন তিনি।
ইনিংসের শুরু থেকে টানা চার ওভার করে ২ মেডেনসহ স্রেফ ৭ রান দিয়ে চার উইকেট নেন তানজিম। সবমিলিয়ে ২১টি ডট বল করেছেন তিনি, বিশ্বকাপে যা রেকর্ড। স্কোরকার্ডে রান যখন ১০৬, তখন ইনিংস বিরতিতে বাংলাদেশের আলোচনা কী ছিল?
তানজিম বলেন, ‘আমরা কেবল সবকিছু স্বাভাবিক রাখার চেষ্টা করেছি। আমরা ভালো জায়গায় বল করেছি, প্যানিক করিনি। আমরা জানতাম এটা ডিফেন্ড করতে পারবো। সবাই ভালো বল করেছে বোলিং ইউনিট হিসেবে। এজন্যই এই রানে তাদের আটকে রাখতে পেরেছি। আমি কেবল আক্রমণাত্মক থাকতে ও নিজের পরিকল্পনার বাস্তবায়ন করতে চেয়েছি। ’
এই জয়ের পর সুপার এইট নিশ্চিত হয়েছে বাংলাদেশের। ওই পর্বে অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তানের বিপক্ষে লড়বে তারা। গ্রুপ পর্বে তিন জয় পাওয়ার পর পরের পর্ব নিয়েও নিজের রোমাঞ্চের কথা জানিয়েছেন তানজিম হাসান সাকিব।
তিনি বলেন, ‘আমরা সুপার এইট নিয়ে খুব রোমাঞ্চিত। আমরা খুবই আশাবাদী ও আত্মবিশ্বাসী (ভালো করতে পারার ব্যাপারে)। এই রান করা সহজ হতো না। আমরা আমাদের লাইন ও লেন্থ ঠিক রাখার চেষ্টা করেছি, এটা কাজে এসেছে। ’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।