ঢাকাMonday , 1 April 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

আমরা টোটালি ফেল করেছি: জাকির

Sahab Uddin
April 1, 2024 9:26 pm
Link Copied!

জাকির হাসানের চোখেমুখে হতাশা। তৃতীয় দিনে তাইজুল ইসলামকে নিয়ে প্রথম ঘণ্টা কাটিয়ে দিয়েছিলেন তিনি।
তাতে হয়েছিল বড় রানের আশা। কিন্তু হাফ সেঞ্চুরির পরই আউট হয়ে যান জাকির। চা বিরতির আগেই ৯ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।

ওই হতাশা সঙ্গী করেই তিনি এসেছেন সংবাদ সম্মেলনে। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ৫৩১ রানের জবাবে বাংলাদেশ অলআউট হয়ে গেছে স্রেফ ১৭৮ রানে। ১০৪ বল খেলে দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেন জাকির। দলের ব্যাটিং ব্যর্থতার কোনো কারণই ব্যাখ্যা করেননি তিনি।

এই ব্যাটার সোমবার চট্টগ্রামে বলেন, ‘আসলে কারণটা আর কী বলব আমরা টোটালি ফেল করেছি। আমরা কেউ সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারি নাই। আমার কাছে মনে হয় যে, আমাদের যে ভূমিকাটা ছিল, ওটাও আমরা পালন করতে পারি নাই। ব্যাটিংয়ের ক্ষেত্রে আমরা যেরকম খেলার কথা ছিল হয়তো আমরা ওরকম খেলতে পারিনি। ’

সবশেষ ৫ ইনিংসে দুইশ রান ছাড়িয়ে যায়নি বাংলাদেশের সংগ্রহ। দলের এমন টানা ব্যর্থতায় মানসিক চাপেই থাকার কথা ব্যাটারদের। সিলেট টেস্টেও তাদের পারফরম্যান্স ছিল হতাশাজনক। এসব কী ব্যাটিংয়ের সময় ভাবনায় কাজ করে?

জাকির বলেন, ‘না, আসলে ওইটা কাজ করা উচিত না। আমার হয়তো ওইভাবে করে না। আমি চেষ্টা করি প্রত্যেকদিনই নতুনভাবে শুরু করার। আসলে অন্য কারও কাজ করলো কি না আমি জানি না। কিন্তু আমার মনে হয় যে, ওইগুলো না চিন্তা করে বর্তমানটাই যদি আমরা ভালো পারফর্ম করতে পারি সেটাই গুরুত্বপূর্ণ হবে আমাদের জন্য। ’

‘আসলে সবার ক্ষেত্রে.. কী হয় সেটা আমি বলতে পারব না। কোচ বা যারা আছেন তারা বলতে পারবেন। আমার ক্ষেত্রে যেটা মনে হয় যে, শট সিলেকশনে একটু কেয়ারফুল হলে ভালো হয় আমার জন্য। বাট অ্যাট দ্য সেম টাইম যেটা বলছি যে, এটা কোনো এক্সকিউজ হতে পারে না। একটা টেস্ট ম্যাচ খেলতে আসলে প্রস্তুত হয়ে আসতে হবে আমার। এই মেন্টালিটিটা আমার সাইড থেকে গ্রো করা উচিত। ’

প্রথম ইনিংসে শ্রীলঙ্কা ব্যাট করার সময় উইকেট মনে হয়েছে ব্যাটিং সহায়ক। বাংলাদেশের ব্যাটিংয়ের সময় প্রেক্ষাপট একেবারেই বদলে যায়। যদিও শেষ বিকেলে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়েছে শ্রীলঙ্কাও। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে সবমিলিয়ে ১৫ উইকেট নিয়েছেন বোলাররা। জাকির মনে করছেন, বাতাস থাকার কারণেই উইকেট বেশি গেছে।

তিনি বলেন, ‘আমাদের ওই নির্দিষ্ট ডেলিভারি তো ফেস করতে হবে। আমার কাছে যেটা মনে হয়েছে যে, আজকে বেশি বাতাস থাকার কারণে অনেক উইকেটে পড়েছে। এছাড়া সবই ঠিক ছিল। উইকেটের দিক থেকে সবই ভালো ছিল। কিন্তু ওই নির্দিষ্ট বলের জন্য… এটা আসলে কোনো কথা হতে পারে না যে, এটার জন্য আউট হয়ে গেছি। আমাদের আরও ভালো খেলা দরকার ছিল। ’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।