ঢাকাThursday , 23 May 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

আমরা ইচ্ছাকৃতভাবে এমনটা করিনি : মূর্শেদী

Sahab Uddin
May 23, 2024 9:30 pm
Link Copied!

ফিফার তহবিল নিয়ে জালিয়াতি ও মিথ্যা নথি প্রদানের কারণে গত বছর নিষেধাজ্ঞার মুখে পড়েন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। এবার একইকাণ্ডে ফিফার হাত থেকে রেহাই পাননি বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মূর্শেদীও।
সাধারণ দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় তাকে ১০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করেছে ফিফা এথিকস কমিটির স্বাধীন বিচারিক চেম্বার।

জরিমানার কবলে পড়ার সালাম মূর্শেদী বলেছেন এটি অনিচ্ছাকৃত ভুল। তিনি বলেন, ‘কর্মচারীরা আমাদের যা করে দেয় সেটার ওপরই আমরা কাজ করি। যদি কোনো দায়িত্বে অবহেলা মনে করে থাকে, তবে আমাদের এটা দিয়ে দিতে হবে। এখানে বিষয়টা এমন না যে আমরা ইচ্ছাকৃতভাবে এমনটা করেছি। ’

তিনি যোগ করেন, ‘এটা তো চেইন-ওয়ার্ক। এভাবে যখন কোনো কাজ আসে সেখানে যে স্বাক্ষর করবে মনে হবে এটা তারই ভুল। আমি যখন কোনো কিছুতে স্বাক্ষর করি তখন সব প্রক্রিয়া পর্যবেক্ষণ করে। ফিফা-এফসির চূড়ান্ত অনুমোদন দেখেই স্বাক্ষর করি যে ওই খাতে টাকাটা সঠিক আছে কি না। এখানে ভুল থাকতে পারে কি না আমি জানি না। তারা কি ভুল মনে করেছে আমি তাও জানি না। ’

জালিয়াতি ও তহবিল অপব্যবহারের দায়ে ২ বছরের নিষেধাজ্ঞা বাড়িয়ে ৩ বছর ও জরিমানা ১০ হাজারের পরিবর্তে ২০ হাজার সুইস ফ্রাঁ করেছে তারা। এছাড়াও ফুটবলীয় কার্যক্রম থেকে দুই বছরের নিষেধাজ্ঞা ও ১০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করা হয়েছে দেওয়া বাফুফের সাবেক প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসেন ও অপারেশনস ব্যবস্থাপক মিজানুর রহমানকে। বাফুফের আরেক কর্মকর্তা ইমরুল হাসান শরীফ যিনি প্রকিউরমেন্ট এবং স্টোর অফিসার। তাকে অবশ্য সতর্ক করে দিয়েছে ফিফা। তাকে ফিফার কমপ্লায়েন্স ট্রেনিং করতে হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।