বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরীর জন্য ২০২৪-২৫ মৌসুমটা মোটেও সুখকর ছিল না। লেস্টার সিটি থেকে ধারে চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে খেলতে গিয়েছিলেন তিনি। উদ্দেশ্য ছিল দলকে প্রিমিয়ার লিগে তুলতে সহায়তা করা। তবে দুর্ভাগ্যবশত, সেই লক্ষ্য পূরণ হয়নি। শেফিল্ড উঠতে পারেনি প্রিমিয়ারে। দারল্যান্ডের কাছে হেরে প্রিমিয়ারে ওঠার স্বপ্নটা অধরা থেকে যায় ব্লেডসদের। শেষ মুহূর্তে এসেও প্রিমিয়ার লিগে দলকে তুলতে না পারার কষ্টটা যেন মানতেই পারছেন না হামজা।
আর হামজার মূল দল লেস্টারও প্রিমিয়ার লিগ থেকে নেমে গেছে নিচে। শেফিল্ড ছেড়ে এখন ফের লেস্টারের ক্যাম্পে যোগ দেবেন এই ফুটবলার। তার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন বার্তা দিয়ে জানিয়েছেন শেষ মূহুর্তে পাওয়া কষ্টটা চাপিয়ে রাখার কথা।
এই ব্যর্থতার পর সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন হামজা। তিনি লিখেছেন, ‘এভাবে মৌসুমের শেষ হওয়াটা সত্যিই খুব কষ্টদায়ক। গত কয়েক দিন ধরে ঠিক কীভাবে কথাগুলো বলব, সেটা খুঁজে পাচ্ছিলাম না। মনে হচ্ছে, আমরা আরও অনেক বেশি কিছু পাওয়ার যোগ্য ছিলাম, কিন্তু ভাগ্যে সেটা লেখা ছিল না।’
কৃতজ্ঞতা জানিয়ে শেফিল্ডকে বলেছেন, ‘আমি ধন্যবাদ জানাতে চাই শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে যুক্ত সকলকে। প্রধান কোচ ও তার সহকারী স্টাফদের, আমার সব সতীর্থদের, এবং প্রতিটি সমর্থককে, যারা আমার সময়টা এখানে এতটা স্মরণীয় করে তুলেছেন।’
হামজা আরও যোগ করেন, ‘এই অসাধারণ ক্লাবের হয়ে খেলতে পারা এবং এর প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়াটা আমার জন্য এক অনন্য সম্মানের বিষয়। আমি সত্যিই প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি এবং এই ক্লাব, এর ঐতিহ্য ও ভক্তদের প্রতি আমার ভালোবাসা চিরকাল অটুট থাকবে।’
এখন ক্লাব ফুটবলের দায়িত্ব শেষ করে জাতীয় দলের প্রতি মনোযোগ দিচ্ছেন হামজা। সব ঠিক থাকলে আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচে বাংলাদেশের হয়ে দেশের মাটিতে অভিষেক হবে তাঁর। এর আগে গত মার্চে ভারতের বিপক্ষে খেলেই জাতীয় দলে তাঁর অভিষেক ঘটে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।