ঢাকাSaturday , 25 January 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

আবাহনীকে মোহামেডানের হারের সুবিধা নিতে দেয়নি ব্রাদার্স

BDKL DESK
January 25, 2025 8:30 pm
Link Copied!

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের ম্যাচে আজ (শনিবার) ছিল শেষ রাউন্ডের সমাপনি দিন। কিংস অ্যারেনায় ফর্টিজ এফসি ১-০ গোলে চট্টগ্রাম আবাহনীকে হারিয়েছে এবং মুন্সিগঞ্জে গোলশূন্য ড্র হয়েছে ঢাকা আবাহনী ও ব্রাদার্স ইউনিয়নের মধ্যকার ম্যাচ।

এদিন ফুটবলাঙ্গনে সবার দৃষ্টি ছিল মুন্সিগঞ্জে ঢাকা আবাহনী ও ব্রাদার্স ইউনিয়নের ম্যাচের দিকে। এই ম্যাচের ফলাফলের ওপর পয়েন্ট টেবিলের অনেক কিছুই নির্ভর করছিল। ম্যাচটি ড্র হওয়ায় তেমন বড় কোনো পরিবর্তন হয়নি। ৯ ম্যাচে ঢাকা আবাহনী ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং সমান ম্যাচে সমান ১৫ পয়েন্ট সংগ্রহ করে টেবিলে যুগ্মভাবে চতুর্থ স্থানে ব্রাদার্স ইউনিয়ন ও রহমতগঞ্জ।

মোহামেডান লিগের শেষ ম্যাচে এসে গতকাল ফকিরেরপুলের বিপক্ষে হোঁচট খেয়েছে। ফলে আজ পয়েন্ট ব্যবধান কমানোর সুযোগ ছিল আবাহনীর। তার আজ ব্রাদার্স ইউনিয়নকে হারালে মোহামেডানের সঙ্গে পয়েন্ট ব্যবধান পাঁচ থেকে কমে দাঁড়াতো দুইয়ে। তবে ম্যাচ ড্র করায় মাত্র এক পয়েন্ট কমে ব্যবধান চার হয়েছে। অন্যদিকে, ব্রাদার্স ইউনিয়নের সুযোগ ছিল আবাহনীকে হারিয়ে বসুন্ধরা কিংসের সমান হয়ে আবাহনীর ঘাড়ে নিশ্বাস ফেলা। ব্রাদার্স আবাহনীকে হারালে কিংসের সমান ১৭ পয়েন্ট হতো এবং আবাহনীর চেয়ে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে থাকত। ড্র করায় কিংসের চেয়ে দুই ও আবাহনীর চেয়ে পাঁচ পয়েন্ট পিছিয়ে থাকায় শিরোপা রেসে আর সেভাবে থাকতে পারল না গোপীবাগের দলটি।

আবাহনী-ব্রাদার্স ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণই হয়েছে। দুই দলই গোলের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। আবাহনীর গোলরক্ষক মিতুল মারমা ও ব্রাদার্স ইউনিয়নের আশরাফুল ইসলাম রানা দুই জনই দারুণ পারফরম্যান্স করেছেন। দুই জনের কারণেই মূলত গোল হয়নি। বিশেষ করে মিতুল মারমা আজও কয়েকটি দারুণ সেভ করেছেন। পারফরম্যান্সের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার। গুরুত্বপূর্ণ ম্যাচটি বেশ শক্ত হাতে পরিচালনা করেছেন রেফারি সাইমুন সানি।

ঢাকা আবাহনী চলতি মৌসুমে বিদেশি ফুটবলার ছাড়াই খেলছে। লিগের ৯ ম্যাচের মধ্যে মাত্র একটি গোল হজম করেছে তারা। মিতুল মারমা টানা ৬ ম্যাচে গোল হজম করেননি। মিতুলের পারফরম্যান্সের পাশাপাশি আবাহনীর ডিফেন্ডাররাও দারুণ খেলছেন। এক সময় জাতীয় দলের নিয়মিত মুখ ইয়াসিন খান আবাহনীতে কোচ মারুফের অধীনে যেন নতুন করে ফিরে পেয়েছেন।

এদিন কিংস অ্যারেনায় ম্যাচের ৩৪ মিনিটে একমাত্র জয়সূচক গোলটি করেন ফর্টিজের এসসা জালো। চট্টগ্রাম আবাহনী এই হারে প্রথম লেগে তিন পয়েন্ট নিয়ে সবার তলানিতেই থাকছে। ফর্টিজ ১১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।