এর আগেও একবার বিশ্বকাপের মাঝপথে ঢাকায় এসেছিলেন ওপেনার লিটন কুমার দাস। বিশ্বকাপ চলাকালে দ্বিতীয়বারের মত ঢাকায় এলেন তিনি। জানা গেছে, পারিবারিক প্রয়োজনেই দল ছেড়ে ঢাকায় এসেছেন লিটন। এবার তিনি দেশে ফিরেছেন চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে।
আগামী শনিবার (১১ নভেম্বর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে এবারের বিশ্বকাপের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। ওই ম্যাচে দলের সাথে লিটনকে দেখা যাবে কিনা, সেটি এখনও নিশ্চিত করে জানা যায়নি।
তবে একটি সূত্রে জানা গেছে, ৯ নভেম্বর পুনে গিয়ে দলের সঙ্গে যোগ দিতে পারেন তিনি। এর আগে গত ১ নভেম্বর একই কারণে ঢাকায় এসেছিলেন লিটন।
সোমবার দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ উইকেটের জয় পেয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচে ব্যাট করতে নেমে ভালোই শুরু করেছিলেন ওপেনার লিটন দাস। তবে দলের জন্য বড় অবদান রাখতে পারেননি এই ডানহাতি ব্যাটার। ২২ বলে ২৩ রান করা লিটনকে লেগবিফোর উইকেটের (এলবিডব্লিউ) ফাঁদে ফেলেন লঙ্কান পেসার দিলশান মদুশঙ্কা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।