মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে গত আসরে ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথম শিরোপার স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারও শিরোপা নির্ধারণী ম্যাচে প্রতিপক্ষ সেই নেপাল। সাবিনা খাতুন-মনিকা চাকমারা স্বাগতিকদের মাঠে শিরোপা জিতে আবারও দেশের মানুষের মুখে হাসি ফোটাতে চান। বলছেন সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু।
কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বুধবার মুকুট ধরে রাখার অভিযানে স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৬টায় শুরু মাঠের লড়াই।
সাউথ এশিয়ার মেয়েদের ফুটবলে শ্রেষ্ঠত্বের মুকুট প্রথমবার জিততে মরিয়া নেপালও, অন্যদিকে টানা দ্বিতীয়বার ট্রফিটির স্বাদ পেতে উন্মুখ বাংলাদেশ।
শিরোপা নির্ধারণী ম্যাচের আগে সহকারী কোচ লিটু বলেছেন, ‘আশা করি ফাইনাল ফাইনালের মতোই হবে। নেপালের খেলা আমরা দেখেছি, মেয়েদেরও নেপাল সম্পর্কে ধারণা আছে। আমাদের যেটা লক্ষ্য, একটা চূড়ায় উঠতে সামনে চারটা ধাপ আছে। ইতিমধ্যেই তিনটা ধাপ আমরা পার হয়েছি, এরমধ্যে একটা বাকি। ফাইনালে আমার মনে হয় না আমাদের মেয়েরা বিমুখ করবে। আমাদের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন এবং লক্ষ্য, মেয়েরা পূরণ করবে।’
পাকিস্তানের বিপক্ষে ১-১ ড্রয়ের ধাক্কা বাংলাদেশ সামলে নেয় ভারতের বিপক্ষে গ্রুপপর্বে পরের ম্যাচেই। আফিদা খন্দকার ও তহুরা খাতুনের গোলে ৩-১ ব্যবধানে জিতে গ্রুপসেরা হয়ে ওঠে সেমিফাইনালে। পরে ভুটানকে ৭-১ গোলে উড়িয়ে মেয়েরা দুর্বার গতিতে উঠে আসে ফাইনালের মঞ্চে।
লিটু বললেন, ‘আমরা জানি গত আসরে এখানে আমরা চ্যাম্পিয়ন হয়েছি, এবারও সেই ধারা বজায় রাখতে চাই। দেশবাসীর কাছেও দোয়া চাচ্ছি যাতে লক্ষ্য পূরণ হয়। বিগত দিনে দেখেছেন, ছাদখোলা বাসে আমরা যে আনন্দ করেছি, দেশবাসী যেভাবে আনন্দ করেছে, সেটার জন্য মেয়েরা মনে হয় বিমুখ করবে না। আপনাদের মুখে যেন হাসি ফোটাতে পারি। জানি না কতদিন বাঁচব, কোচ হিসেবে আমারও স্বপ্ন ভালো ফল নিয়ে দেশে ফেরার।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।