ঢাকাTuesday , 1 July 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

আবারও অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল

BDKL DESK
July 1, 2025 7:16 pm
Link Copied!

আবারও অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। আগস্টের ১৪ তারিখ বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান শাহিনসের ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্টটি। টুর্নামেন্টে বাংলাদেশ ‘এ’ দল এবং পাকিস্তান শাহিনস ছাড়াও এশিয়া থেকে অংশ নেবে নেপাল জাতীয় দল।

অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের কিছু দলের সঙ্গে বাংলাদেশ ‘এ’ দল এবং পাকিস্তান শাহিনসের সমন্বয়ে গত বছর টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজিত হয়েছিল। এটি ছিল টুর্নামেন্টের দ্বিতীয় আসর। প্রথম আসর থেকেই পাকিস্তান শাহিনস থাকলেও বাংলাদেশ ‘এ’ দল গতবারই ছিল প্রথম।

চলতি বছরের আগস্টে তৃতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। এবারের আসরে বাংলাদেশ ‘এ’ দল এবং পাকিস্তান শাহিনসের পাশাপাশি থাকছে নেপাল জাতীয় দল। অস্ট্রেলিয়ার ঘরোয়া দলগুলোর সঙ্গে এই ৩ দলকে নিয়ে রাউন্ড রবিন পদ্ধতিতে হবে এই টুর্নামেন্ট।

পাকিস্তানের স্বাধীনতা দিবসকে সামনে রেখে ১৪ আগস্ট বাংলাদেশের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ রাখা হয়েছে। টুর্নামেন্টের বাকি সূচি এখনও চূড়ান্ত হয়নি। অস্ট্রেলিয়ার মাটিতে এই টুর্নামেন্ট বাংলাদেশ জাতীয় দলের ভবিষ্যত ক্রিকেটারদের অভিজ্ঞতা বাড়াবে বলে মনে করেন বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরি সুজন।

টুর্নামেন্টের প্রসঙ্গে বিসিবির সিইও বলেন, ‘ডারুইনে (অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরির একটি শহর) আবার টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ খেলার সু্যোগ পেয়ে আমরা উচ্ছ্বসিত। এটা দ্রুতই আমাদের ক্যালেন্ডারে গুরুত্বপূর্ণ সূচি হয়ে উঠেছে। অস্ট্রেলিয়ার কন্ডিশনে উন্নতমানের প্রতিপক্ষের বিপক্ষে খেলে আমাদের উঠতি খেলোয়াড়রা মূল্যবান অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবে এবং এটি আমাদের উন্নতির প্রক্রিয়াকে আরও সুদৃঢ় করবে।’

‘নর্দার্ন টেরিটরি ক্রিকেটের সঙ্গে এই জুটির মাধ্যমে খেলাধুলার মধ্য দিয়ে আন্তর্জাতিক বন্ধনকে আরও শক্ত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আগস্টের ১৪ তারিখ রাতের উদ্বোধনী লড়াই দেখার জন্য এবং বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের প্রতিভা দেখানোর জন্য মুখিয়ে আছি।’

নর্দার্ন টেরিটরি ক্রিকেটের সিইও গ্যাভিন ডোভি এ প্রসঙ্গে বলেন, ‘পিসিবি ও বিসিবিকে আবার ডারউইনে স্বাগত জানাতে পেরে আমরা গর্বিত। এই টুর্নামেন্ট শুধুই খেলাধুলার নয়। বরং নর্দার্ন টেরিটরিকে ভ্রমণ, বসবাস, কাজ কিংবা পড়াশোনার জন্য জনপ্রিয় করে তোলার একটি উদ্যোগও বটে। বিশ্বের অন্যতম জনবহুল দেশ বাংলাদেশ ও পাকিস্তানের পর নেপালের অংশগ্রহণে এই আসর আন্তর্জাতিক পর্যায়ে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।’

টুর্নামেন্টে অংশ নেবে মোট ১১ দল। দলগুলোর লিস্ট, স্কোয়াড ও সূচি সামনের সপ্তাহে প্রকাশ করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।