ঢাকাTuesday , 20 August 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

আন্দোলনে নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা জানালেন হাথুরু

Sahab Uddin
August 20, 2024 12:00 am
Link Copied!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফলে বদলে গেছে দেশের দৃশ্যপট। তাদের এক দফার দাবির মুখে পদত্যাগ করে দেশ ছাড়তে হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।
টালমাটাল এক পরিস্থিতি শেষে কেউ হয়তো স্বস্তি খুঁজে পাচ্ছেন, আবারও অনেকের মধ্যেই কাজ করছে স্বজন কিংবা বন্ধু হারানোর বেদনা। সেই আবেগ ছুঁয়ে গেছে চন্ডিকা হাথুরুসিংহেকেও।
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল এখন পাকিস্তান। হাথুরুসিংহের সংবাদ সম্মেলনে খেলা ছাড়াও উঠে এলো দেশের সাম্প্রতিক প্রসঙ্গ। যেখানে আন্দোলনে নিহতদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন তিনি।
বাংলাদেশের হেড কোচ বলেন, ‘(বাংলাদেশের গণ আন্দোলনে) যাদের কাছের মানুষজন মারা গেছে, তাদের পরিবারের জন্য আমার দোয়া ও ভালোবাসা। খুবই কঠিন ছিল এটি। আমি আশা করি, শিক্ষার্থীদের প্রশ্নগুলোর উত্তর আসবে। এটি অভূতপর্ব ঘটনা। আশা করি, দেশ আবার স্বাভাবিক অবস্থায় ফিরবে। এটি খুবই কঠিন ছিল। হ্যাঁ (আমার জন্য ইমোশনাল ছিল)। ‘
খেলাধুলা একটি দেশকে একত্রিত করে ফেলে। হতাশা থাকলেও দেশের ক্রিকেটে চোখ রাখেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। তাই ক্রিকেটের মাধ্যমে দেশের মানুষকে খুশির জোয়ারে ভাসাতে আশাবাদী হাথুরু।
তিনি বলেন, ‘অবশ্যই শতভাগ (জাতীয় দলের সামনে সুযোগ দেশের মানুষের মন-মানসিকতা ভালো করার)। আমরা সবাই জানি, মানুষকে ঐক্যবদ্ধ করার ও আশা দেওয়ার ক্ষমতা আছে খেলাধুলার। এই ম্যাচটি ভালো খেলতে পারলে অবশ্যই বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের খুব সাহায্য হবে। ‘
সরকার পতনের দেশের সব সেক্টরেই বইছে পরিবর্তনের হাওয়া। ক্রিকেটও এর বাইরে নেই। শোনা যাচ্ছে, বিসিবি সভাপতি হওয়ার দৌড়ে রয়েছেন সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ। এর আগে অবশ্য আজ পদত্যাগ করেছেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। বিসিবিতে পরিবর্তন আসার বিষয়টি স্বাভাবিকভাবেই নিচ্ছেন হাথুরু।
তিনি বলেন, ‘আমার কোনো ধারণা নেই বাংলাদেশে (ক্রিকেট বোর্ডে) কী চলছে। আমার ভবিষ্যতের কথা বললে, যত দিন পর্যন্ত চুক্তির মেয়াদ আছে, আমি দায়িত্ব পালনের দিকে তাকিয়ে আছি। বোর্ড যদি বদলে যায় এবং তারা যদি পরিবর্তন চায়, আমার তাতে সমস্যা নেই। তারা যদি আমাকে চালিয়ে নিতে বলে, আমাকে নিয়ে খুশি থাকে, আমিও খুশি মনে দায়িত্ব পালন করব। ‘
এদিকে আগামী ২১ আগস্ট থেকে শুরু হচ্ছে রাওয়ালপিন্ডি টেস্ট।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।