শ্রীলঙ্কা ক্রিকেটে (এসএলসি) দেশটির সরকারের হস্তক্ষেপের কারণে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই নিষেধাজ্ঞ বহাল থাকলেও লঙ্কানরা সব ধরনের ক্রিকেটে অংশ গ্রহণ করতে পারবে। আজ আইসিসির বোর্ড সভা শেষে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
নিজেদের দেশে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম চালিয়ে যেতে পারবে শ্রীলঙ্কা। পাশাপাশি দ্বিপাক্ষিক সিরিজও আয়োজন করতে পারবে তারা। তাছাড়া ঘরোয়া ক্রিকেটও আয়োজন করতে পারবে তারা। তবে এসএলসির আর্থিক দিক নিয়ন্ত্রণ করবে আইসিসি।
এর আগে ১০ নভেম্বর শ্রীলঙ্কান ক্রিকেটকে সাময়িক সময়ের জন্য নিষেধাজ্ঞা দেয় আইসিসি। দেশটির ক্রিকেট বোর্ডে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে তাদের সদস্য পদ কেড়ে নেওয়া হয়েছে। আজকের বৈঠকেও বহাল রাখা হয়েছে সেই নিষেধাজ্ঞা। সহসাই লঙ্কানরা সদস্য ফিরে পাচ্ছে না বলেই সেখান থেকে আসন্ন বিশ্বকাপও সরিয়ে নেওয়ার এমন সিদ্ধান্ত।
আইসিসির আজকের সভায় আরো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বছরের জানুয়ারিতে শ্রীলঙ্কায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আসর বসার কথা ছিল। সেখান থেকে সরিয়ে টুর্নামেন্টটি আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকাকে।
গত রোববার ভারতের আহমেদাবাদে পর্দা নেমেছে ওয়ানডে বিশ্বকাপের। সেখানে স্বাগতিক ভারতকে হারিয়ে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। ফাইনালের ভেন্যুতে এবার আইসিসির সভা অনুষ্ঠিত হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।